আইজকা সইন্ধ্যাবেলায় গেসিলাম বসুন্ধরা সিটি, মনে কর্সিলাম সেইখানে ঘুইরা বেড়াইয়া কয়েকটা বঙ্গললনা দর্শন করিয়া একটু আনন্দিত হইব , কিন্তু আমার লগে যেই দুস্ত রে লইয়া গেলাম, সব ললনা দেকি তার পিছে দৌড়ায় , আমারে কেউ পাত্তা দিল না , ঘটনা দেইখা বড়ই দুষ্কিত হইলাম । সেই দুস্ত রে পরেরবার পাইলে পিডাইয়া সুজা কইরা দিমু ....
দুস্ত, আমার কাছ তেইক্কা সাবধান, পরেরবার আমার লগে দেকা হৈলে তুমার খপর আচে
পুণশ্চঃ আমার সেই দুস্ত একটা বিশিষ্ট লুইস
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।