আমাদের কথা খুঁজে নিন

   

ক্লিন্ট ইস্টউডের সেরা ১০টি মুভি প্রসঙ্গে কিছু কথা

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com

*মুভি গাইড* ক্লিন্ট ইস্টউডের সেরা ১০টি মুভি Click This Link আমার ঐ পোস্টটি অস্কার নমিনেশন নয় কিংবা ওখানে কোন বেদবাক্যও নেই। তাই সিদ্ধান্ত নিয়েছি লিস্টে কিছুটা পরিবর্তন আনবো। The Gauntlet, True Crime ও Space Cowboys মুভি তিনটিকে আউট করে Unforgiven, Mystic River ও Million Dollar Baby মুভি তিনটি ইন করছি। ঐ পোস্টটি লিখার সময় অত্যন্ত জনপ্রিয় এই মুভি তিনটি বাদ পড়েছিল। আসলে আমার ইচ্ছা ছিল তালিকায় বিভিন্ন ক্যাটাগরির মুভি সন্নিবেশিত করা।

যাতে একজন অভিনেতার ক্যারিয়ারটি Spanning করে। একজন অভিনেতার জাত চেনার জন্য আমি দর্শকদের সুপারহিট মুভির পাশাপাশি ফ্লপ বা অপেক্ষাকৃত কম জনপ্রিয় মুভি দেখারও পরামর্শ দিব। যেমন কেউ যদি আমাকে শাহরুখ খানের বক্স অফিস হিট 'ওম শান্তি ওম' এবং বক্স অফিস ফ্লপ 'দিল সে' মুভির মধ্যে বাছাই করতে বলে আমি 'দিল সে' মুভিটি নির্বাচন করবো। কারণ ফ্লপ মুভি মানেই মন্দ মুভি নয় আবার হিট মুভি মানেই ভালো মুভি নয়। কিন্তু আমার উচিত শিক্ষা হয়েছে।

মুভি নির্বাচনে কৌশলী হতে গিয়ে ঐ তিনটির অনুপস্থিতি অনেকের মনঃক্ষুণ্ণের কারণ হয়েছে। ফলে আমারও মনে হতে লাগলো আমি ঐ মুভি তিনটির প্রতি অন্যায় করে ফেলেছি। যদিও বাইরের অনেক মুভি ফোরামে এই জাতীয় নির্বাচনে অনেক ভালো মুভি বাদ যায় কিন্তু সেখানে কেউ মন্তব্য করতে গিয়ে অসহনশীল হয়ে ওঠে না। কারণ তাদের বোঝবার ক্ষমতা আছে নির্বাচনটি Absolute নয়, লেখকের নিজস্ব, তারাও নিজেদের পচ্ছন্দের কথা জানাতে পারে। যদিও ক্লিন্ট ইস্টউডের প্রায় ছয় ডজন মুভি থেকে ১০টি মুভি নির্বাচন করা খুবই কঠিন।

অবশ্য নির্বাচিত লিস্টটির সমালোচনা করা খুবই সহজ! আমি আগেই বলেছি ইস্টউডের প্রায় সব মুভি অনবদ্য। তাই আমি একটি হীরক-খন্ডের বিচিত্র রূপ দেখাতে চেয়েছিলাম। কিন্তু তালিকা বৈচিত্র রাখতে গেলে অনেক ভালো মুভিই বাদ যাবে। তাই এখন আমার মনে হচ্ছে 'আমার দেখা প্রিয় মুভি' টাইপ লিস্ট করাই ভালো, এতে সবার মন রক্ষা হয়। যা হোক, আগামী থেকে এই জাতীয় লিস্ট দিতে আমি অত্যন্ত সতর্কতা অবলম্বন করবো।

আশা করি, পাঠকরাও সহায়ক হবেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।