৪টা সিটি কর্পোরেশন ইলেকশন এর রেজাল্ট দেখে আমি যা বুঝলাম তা হল, জনগন ঠিক না হলে ফখরুদ্দিন বলেন আর মইনউদ্দিন বলেন কারো পক্ষে এই দেশকে আইনের শাসনের আওতায় আনা সম্ভব না। দেখুন (নাম বলতে চাইনা) এই ইলেকশনে দুর্নীতিবাজ (প্রমানিত বা জ্ঞানত) কেউ কেউ নির্বাচিত/জয়ী হয়েছে অথচ অনে-ক গুন ভালো অনেকেই নুন্যতম ভোটও পায়নি। ভোট কি হাসিনা, খালেদা, নিজামী,ফখরুদ্দিনরা দিয়েছেন? দিয়েছি আমি, আপনি এবং আমরা। তাহলে কি কথা দাড়ায়? জনগন এখনো আবেগের বশবর্তী হয়ে কিংবা নেতার টাকা বা অস্ত্রের জোর দেখেই ভোট দিয়ে দিয়েছে। তার মানে কি আসন্ন সংসদ নির্বাচনে (আমি আশা করি যথাসময়েই হবে) ও একই ঘটনা ঘটবে? সেই চিহ্নিত কালো টাকা, অস্ত্রধারী, অশিক্ষিত ব্যক্তিরাই আবার এই দেশটার সংবিধান সংশোধন করবে? যাদের নুন্যতম বিবেকবোধ নেই, নেই সামান্য আই.টি. জ্ঞান, যারা মনে করে দেশটা তাদের বাবা কিংবা নানা অথ--বা মামাদের?
আমি বরিশাইল্লা, সেজন্য একটা প্রশ্ন? জামায়াত বরিশালে ঢোল কামালকে সমর্থন দিয়েছিল কেন? উনি কি ভালো লোক?
স্যরি, কথার মাধ্যমে কাউকে আঘাত করলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।