আমাদের কথা খুঁজে নিন

   

সার্টিফিকেট কি করে ফরেন মিনিষ্ট্রি থেকে সত্তায়িত করাতে হয়?

নিজেকে নস্টালজিক করিবার টুলস বিশেষ মাত্র

সার্টিফিকেট কি করে ফরেন মিনিষ্ট্রি থেকে সত্তায়িত করাতে হয়? বিদেশ গমন ও সেই দেশের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে আমাকে আমার যাবতীয় সার্টিফিকেট গুলি ফরেন মিনিষ্ট্রি থেকে সত্তায়িত করাতে হবে। এখানে সার্টিফিকেট বলতে এস এস সি থেকে শুরু করে বিএসসি পর্যন্ত সবগুলিকেই সত্তায়িত করতে হবে। এখন আসুন শিখে ফেলি বুরোক্রেটিক ঝামেলা কাকে বলে? ১। ফরেন মিনিষ্ট্রি কেবল চিনে Education Ministry কে, যার মানে হল আপানাকে সব কিছু Education Ministry থেকে সত্তায়িত করাতে হবে। ২। Education Ministry কেবল চিনে আপনার বোর্ডকে(ঢাকা, যশোর, সিলেট ......। )সুতরাং আপনাকে প্রথমে বোর্ড থেকে সত্তায়িত করাতে হবে, আর বিএসসি সার্টিফিকেট ভার্সিটি থেকে। ৩। যেকোন বোর্ড আবার অন্য বোর্ডের সার্টিফিকেট সত্তায়িত করবে না, যার মানে হল যারা আমার মত যশোর বোর্ড থেকে পাশ করেছেন তাদেরকে যশোরে যেতে হবে। একবার চিন্তা করতে পারেন, হাতে আমার অরিজিনাল সার্টিফিকেট, অথচ এই অরিজিনালের কোন দাম নাই, বোর্ড সাইন করে দিবে ফটোকপি কাগজে সেইটার বিশাল দাম, শিখে রাখুন কিভাবে ভোগান্তি পোহাতে হয়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.