পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও, কিন্তু কারও কাছে তুমিই তার পৃথিবী" এন্ড্রয়েট ৪ (আইসক্রিম স্যান্ড উইজ) অথবা আইফুন ৪ কিনতে চাচ্ছি । বাংলাদেশের প্রেক্ষাপটে কোনটা ব্যবহারে সুবিধা বেশি পাব...???? শুনেছি আইফুনে নাকি বাংলাদেশের নেটওয়ার্কে সব প্রগ্রাম সাপোর্ট করে না। কথাটা কতটুকু সত্য....?? আমি মূলত ইন্টারনেট ব্যবহার, ব্লগ, পত্রিকা, স্কাইপি, ফেসবুক, টুইটার, ওয়ার্ডের কাজ..মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো ল্যাপটপের অনুপস্থিতিতে ঠেকা কাজ চালানো, ডিকশনারী, বাংলায় ব্লগ লেখা (মায়াবী সফটওয়ার ব্যবহার), নেভিগেশন ইত্যাদি সফটওয়ার ব্যবহার করতে চাই... তাহলে কোনটা আমার জন্য ভাল হবে...এন্ড্রয়েট ৪ (আইসক্রিম স্যান্ড উইজ) অথবা আইফুন ৪ ..এর মধ্যে কোনটা ভাল হবে...???? কারো জানা থাকলে অভিজ্ঞতা শেয়ার করুন প্লিজ..
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।