পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও, কিন্তু কারও কাছে তুমিই তার পৃথিবী" ২০-৩০ হাজার টাকার মধ্যে ভাল এন্ড্রয়েট মোবাইল ফোন কিনতে চাচ্ছি। কিন্তু কোনটা কিনবো???? Samsung Galaxy S Duos অথবা HTC Desire X সেটটা কেমন??? জানলে শেয়ার করুন। এর আগে আমি Sony Ericson Xperia Neo V ব্যবহার করেছি। সেটটাতে মূল সমস্যা ছিল কেনার ৪ মাস পরেই কোন কারণ ছাড়াই স্ক্রিন অফ হয়ে যেতো। আর সেট কিছুটা স্লো হয়ে যওয়া, হ্যাং হয়ে যাওয়া সমস্যা তো ছিলোই। তাই আর Experia কিনতে ভয় পাচ্ছি। তাই ভাবছি কোনটা কিনবো??? কেউ একটু শেয়ার করবেন প্লিজ। আমার শর্ত হচ্ছে স্ক্রিন অফ হয়ে যাওয়া স্লো হয়ে যওয়া, হ্যাং হয়ে যাওয়া সমস্যা থাকা যাবে না। থ্রিজি ভিডিও কলিং চাই। HTC Desire X সেটে কি ভিডিও কলিং করা যায় কিনা?? OS: Android OS, v2.3.4 (Gingerbread), v4.0.4 (Ice Cream Sandwich), not upgradable to v4.1 (Jelly Bean) এই কথাটার ব্যাখ্যা কি কেউ দিতে পারবেন, প্লিজ????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।