আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল সেটে বৈচিত্র

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

বর্তমানে বাংলাদেশে মোবাইলের অবস্থা রমরমা। এটার যে কত রকম ব্যাবহার হচ্ছে তা বলে শেষ করা যাবে না। এক সময়ে মোবাইলে শুধু কথা বলা যেত। তারপরে তার সাথে তাল মিলিয়ে আসলো এসএমএস, এমএমএস, ক্যামেরা ইত্যাদি।

তারপর আসলো ইন্টারনেট, ইমেইল ইত্যাদি। আর এখন হয়ত আর কয়েকদিনের মধ্যেই পাবো থ্রিজি সার্ভিস। সেই সাথে হরেক রকম সেট। দামী দামী সব মোবাইল সেটের ব্র্যান্ডের পাশাপাশি বাজার দখল করে নিয়েছে চায়নীজ সেট গত এক বছর হলো। এগুলো দামে সস্তা, কিন্তু বিভিন্ন অপশনে ভর্তি।

তবে কখনই পারর্ফমান্সের দিক থেকে দামী ব্র্যান্ডের সেটের সমকক্ষ না। আবার একটা জিনিস দেখা যাচ্ছে দামী ব্র্যান্ডের সেট গুলোর হুবহু নকল সেটও পাওয়া যাচ্ছে। এক সেটে দুই সিম। ভালো একটা অপশন। বেশ কিছুদিন আগে মনে আছে, একটা ছোট চিকন সার্কিট পাওয়া যেত যেটা মোবাইলের ব্যাটারীর পিছন সাইডে লাগানো যেত।

যেটার সাহায্যে দুটি সিম লাগানো যেত একটি মোবাইলে। কিন্তু একটিভ থাকতো একটি। একটি বন্ধ করে অন্যটি চালু করতে হতো। এর ফলে যে সমস্যাটা তৈরী হয়েছিল অনেকে মোবাইলের পিছনের অংশটা ফেটে যাচ্ছিল। এখনকার কিছু কিছু চায়নীজ সেটে ডুয়েল সিম ও টাচ স্ক্রীন অপশন রয়েছে।

এটার জন্যই মূলতঃ এই সেটগুলো মানুষের দৃষ্টি কেড়েছে। এক্ষেত্রে দুটি সিমই একটিভ থাকে। কিন্তু কয়েকদিন আগে পত্রিকায় একটি বিজ্ঞাপন দেখলাম কোরিয়ার তৈরী নতুন এক ধরনের মোবাইল সেট এসেছে যেটার সামনে একটি মোবাইল আবার পিছনেও আরেকটি মোবাইল। বেশ ইন্টারেষ্টিং। অর্থাৎ দুটি সিম, দুটি স্ক্রীণ, দুটি কীপ্যাড।

সম্পূর্ণ দুটি মোবাইল একটি সেটে। তাদের শ্লোগান “পার্সোনাল এন্ড বিজনেস লাইফ ইন সিঙ্গেল হ্যান্ডসেট”। এবং সেই বিজ্ঞাপনে বলা আছে, একটি সেটে কথা বলার সময় অন্য সেট দিয়ে কল করা বা গ্রহণ করা যাবে। তার মানে এটার বেলায় একটু পার্থক হলো যে, চায়নীজ সেটগুলোর মত একটি কল হোল্ডে রেখে অন্য কল ধরতে হবে না। আমার মনে হয় কোরিয়ান এই সেটটি চায়নীজ সেটগুলোর চাইতে ভাল হবে।

দামও তুলনামূলক বেশী চায়নীজ সেটের তুলনায়। একটি আশার কথা হলো, যেখানে বিশ্বে সব জিনিসের দাম বাড়ছে সেখানে টেলিকমিউনিকেশনের সার্ভিস ও হার্ডওয়্যারের দাম কমছে। এটাই বাঞ্ছনীয়। যতদিন যাবে আমরা মোবাইলে তত নতুন নতুন অপশন পাবো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.