ক খ গ ঘ...
সবাই মোবাইল কিন্না গরীব হয়, আর আমি বড়লোক!!!
একখান মুবাইল ফোন কিনছি ২৫০০০০ পয়সায়, পাংখা মুবাইল।
--মোবাইলে ইন্টারনেট নাইতো কি হইছে-- ইন্টারনেট দিয়া এই মোবাইল দেখা যায়!
--সব জায়গায় কথা বলা যায়, দেশ বিদেশ কোনো ব্যাপারই না।
--যেদিক খুশি নিয়া যাওয়া যায়,
-- তারিখ সময় দেখা যায়!!
-- কত্ত সুন্দর নীল আলো দেয়!
--কারও ওয়েলকাম টিউন থাকলে তারে ফোন কইরা পাংখা পাংখা গান শোনা যায়,
--ফুটবল খেলা যায়, অবশ্য চোখে চশমা লাগাইলে খেলতে সুবিধা।
-- মিনিটে মিনিটে বিপ দিয়া কয়- ওস্তাদ মেলা কথা কইছেন, এলা রাখেন!
-- ফোন আইলে কলিজা কাপানো আওয়াজ দেয়
-- কয় টাকা দিনে ফোন অপারেটর-রে দিয়া খরচ করলাম তার জইন্যে ক্যালকুলেটর
-- দুপুরে ঘুম থেইকা উঠার জইন্য-- নাড়িভুরী পাকানো এলার্ম
-- একটু বল বল খেলতে চাইলে এইটা রে ক্রিকেট বল বানায় লুফালুফি করা যায়
-----------------আরো কত কি!!!! আর কি চান?
এইবার কই বড়লোক কেমনে হইছি।
অনেকের মোবাইল কিন্না আর মিসকল দেবার টাকা থাকে না, আর আমার মুবাইলে ২৫০০ টাকা ভরা আছে সিম সহ। হা হাহ হাহহ-
এইবেলা বলি এইটা বাংলাদেশের একটা মোবাইল কোম্পানির প্যাকেজ ফোন। বেশি চোখ লাগায়েন না, চাইলে আপনেও কিনতে পারবেন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।