এটাকেই বোধহয় জীবন বলে
নিড ফর স্পিড রেসট্র্যাকে পর পর ৪ বার প্রথম হওয়া গাড়ি Rage এইবার পঞ্চম বার রেস জিতল। গাড়িটির মালিক মবিনুল আজম টরেন্ট। আজ তিনি খুব খুশি। বাজিকর দের পকেট ফাঁকা করে দিয়ে নিজের ব্যাগ ছিড়ে ছিড়ে এমন ব্যাবস্থা করেছে তার গাড়িটা। অনেক শখের গাড়ি।
আজকের এই বিজয় উপলক্ষে তিনি গাড়ির রেসার শাহীন মোল্লা কে এক্সট্রা বোনাস দিয়ে নিজেই গাড়িটি নিয়ে বের হলেন। চালমন্ডি তে গিয়ে তার ৭১ রাজাকার বাহিনীর সঙ্গি মডেম সাত্তার কে পিক করলেন তিনি। সেখান থেকে তারা দুইজন গেলেন বুলশানে তাদের আরেক পার্টনার মফিজউল্লাহ ল্যান ড্রাইভার এর বাসায়। ল্যান ড্রাইভার সাহেব পুর্ব পরিকল্পনামত তিনটি বিদেশি বোতল নিয়ে রেডি ছিলেন। Rage এর হর্ন শুনেই তিনি বোতল সমেত নেমে এলেন।
মধ্যরাত, স্থান শাহবাগ। তিন রাজাকার বন্ধুর অনেকদিন পর পুনর্মিলন হচ্ছে তাদের অনেক কর্মের সাক্ষী শাহবাগে। বিদেশি বোতল পান করে মাথা পাগল হয়ে, Rage গাড়ী তে "Rage" নামের চিলড্রেন অফ বডেম এর ডেথ মেটাল গান ছেড়ে তিন বন্ধু মেতে উঠেছে ত্রিভুজ খেলায়। আহ! কি সুখ। এককালে সেই ২১৭১ সালে তারা কত "ম্যাট্রিক্সযোদ্ধা" নামের সোলজার দের সাথে দ্বিভুজ ত্রিভুজ চতুর্ভুজ খেলায় মেতে তাদের কে যুদ্ধ ছেড়ে আত্নহনন এর পথ বেছে নিতে বাধ্য করে।
এ খেলা বড়ই মজার খেলা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।