বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility আজকে ছোট্ট এক রিভিউ লেখব চিন্তা করছি, তবু দ্রুত ।
Rage একটা গেইম যা অনেক পেক্সপেইন বা হিটম্যানকে মনে তো করিয়ে দিবেই ! সাথে সাথে এন এফ এস কার্বন বা নিড ফর স্পিড কেও মনে করিয়ে দিতে বাধ্য ! ফিয়ার, গিয়ারস অফ ওয়ার, কড আর মাফিয়া টাইপ গেইম এর কথা নাইবা বললাম সব মনে হয় ১৮ গিগার গেইম এর ভিতর লুকিয়ত্ব ।
Rage ফার্স্ট পারসন শুটার গেইম হলেও বহু ঝামেলার মিশ্রুন রয়েছে ।
+ গ্রাফিক্স অসাধারণ অথার্ত চারপাশে চোখ বুলালেই বুঝতে পারবেন, ভাল গ্রাফিক্স কার্ড থাকলেই সত্যিকারের উপভোগ করতে পারবেন । তবে আমার জিটিএক্স ৫৬০ যখন হিমশিম খায় তখন ... তবে সিস্টেম পারফরম্যান্স লো করে খেলতে পারেন ।
+ কেউ যদি মারামারির মাঝখানে একঘেয়ে থেকে বাচতে রেসিং গেইম পছন্দ করেন, তাহলে তা অসাধারণ !
+ গেইম এর ভিতর গেইম ! অবাক হচ্ছেন খেললেই বুঝবেন
+ অসম্ভব রকম এ্যাকশন ।
+ ১৮+ বললে ভুল হবে না । ভয়ের মধ্যে কলিজা শুকিয়েও যেতে পারে ।
- মাইনাস দিক গুলির মধ্যে হল মুভমেন্ট, গেইম এর চরিত্রকে দারুন গ্রাফিক্সের সাথে মুভমেন্ট করানো যায় না । যেখানে ক্রাইসিস + পয়েন্ট নিয়ে বসে আছে ।
- ১৮ গিগা সাইজটা বেশী হয়ে গেল না ! কারণ গেইম এর মাঝে মাঝে সিনেমাটিক দৃশ্যের আবর্তন ।
- যদিও আর্মস যথেষ্ট তবেও ১৮ গিগার নামের সাথে আর্মসকে কমই মনে হয় ।
- কিছুটা কেন, অনেকটা ডিটেকটিভ হত হবে । যা চোখকে কষ্ট দিবে ।
- ছোট ক্যাম্পেইন শেষ করতেই প্রচুর সময় খাবে ।
- পুরনো মডেল এর কম্পুতে চালাতে কষ্ট হতে পারে ।
- গেইম এর ঘটনা শুরুতেই ফ্ল্যাক্সিবল নয় । ঘটনাকে বিস্তৃত শুরুতেই করা যেত ।
ডাউনলোড করার জন্য টরেন্ট লিংক
Click This Link
--------------
আমার কাছে রোলপ্লেয়িং টাইপ গেইম মনে হল । যদিও অফিসিয়াল গেইম ট্যাগে তা নাই ।
হয়তো তা সংমিশ্রনে করা হয়েছে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।