আজ আজিজ মাকেটে গেলাম আড্ডা দিতে। এক সময় কে বা কাহারা লিফলেট বিলির মতো কবিতা বিলি করছিল। আমি হাতে নিয়ে দেখলাম তা সদ্য ক্রসফায়ারে নিহত ডা. টুটুলের ওপর লিখিত কবিতাটি। কবিতাটি হুবহু দেয়া হলো।
কাঁদো মানুষ কাঁদো
অনীক রুদ্র
কাঁদো বাংলার শ্রমিক কৃষক মেহনতি জনতা
কাঁদো ছাত্র- যুবা, আবাল-বৃদ্ধ বনিতা ।
কাঁদো বিবেক তাড়িত সত্য-সন্ধানী মেধা-বুদ্ধির মানুষ
কাঁদো বাংলার পথ-ঘাট, তৃন-লতা, পশু-পাখি, শস্যক্ষেত ।
কাঁদো মানচিত্র কাঁদো-
জননী নভেরা খাতুনের গলা জড়িয়ে ধরে কাঁদো ।
এ দুঃসময়ে কেঁদে কেঁদে শক্ত পাথর হও ।
বিভ্রাট বিভ্রান্তে ভুলে যেতে বসেছে মানুষ স্বজন
গাঢ় অন্ধকারে বুকের দেয়ালে তুলেছে প্রাচীর
জাতির ক্রান্তি কালে দিক ভুল মানুষ একান্তই অন্ধ এবং বধির ।
কতিপয় পচাঁ-গলা নষ্ট মানুষ ভুল বুলি শেখাতে শেখাতে
গিরি খাদের কিনারে দিয়েছে ঠেলে ।
নিয়েছে আয়েশ-আরাম, করেছে লুট সর্বস্ব ।
নিঃস্ব মানুষ কাঁদো । ডুকরে ডুকরে কাঁদো আপাততঃ ।
এ সময়ের চিকিৎসক কমরেড চে টুটুর জন্য কাঁদো ।
অন্ততঃ প্রাণ খুলে কাঁদো ।
এ কোন কালচারে ক্রসফায়ারে(?) অভ্যস্ত স্বদেশ ।
সন্ত্রস্ত সতত -
ক্রসফায়ারে(?) আর কত হবে নিহত?
নাটক গল্পে নায়কের আত্মাহুতি
দেখে মানুষ তুমি কেঁদেছো অনেক ।
জীবন যুদ্ধের নাটকে
সত্যিকার নায়কের প্রস্থানে
মানুষ তুমি সত্যি সত্যি কাঁদো ।
কাঁদো মানুষ কাঁদো ।
কাঁদো মানচিত্র কাঁদো -
জননী নভেরা খাতুনের গলা জড়িয়ে ধরে কাঁদো ।
২৮ /০৭/ ২০০৮
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।