১০৩) কবিতার অভিমানের সময়
খুব ম্রিয়মান হয়ে থাকে
আজকাল মনের ঘর।
কবিতা লেখা হয় না আমার।
শব্দরা সব দুরে সরে থাকে।
রান্না ঘরের মশলার তাকে
বই এর শেলফে
সিডির র্যাকে
চুড়ির আলনায়
গোছানো সব কিছুতে
ওদের খুঁজে বেড়াই।
একটা কবিতা লিখবো বলে
যতবার প্রিয় জায়গাতে বসি।
কোন সে অভিমানে শব্দরা
দুর থেকে আমার দিকে তাকিয়ে থাকে।
ভীষণ কষ্ট হয় আমার।
কষ্টের সাইত্রিশটা কারন এসে ভীড় করে
মনের গহীনে।
নিঃশব্দে সাঁতার কাটি
খুব একা হয়ে।
তবু শব্দরা আমার কাছে আসেনা।
মন খারাপের ঘুড়িটা আকাশে উড়িয়ে
লাটাইটা হাতে নিয়ে বসে থাকি।
মনে ভাবি যদি ওরা আসে!
কিছুতেই ফেরেনা ওরা।
আর বিষণ্নতায় ডুবে যেতে যেতে
হৃদয়ে সন্তাপ আসে।
কবিতায় আলো হয়ে যাবার
সময় যখন।
যখন মনের ঘরে
সুখের আলাপন।
তবু কবিতায় ফেরা হয় না আর!
কে যেনো কানে কানে বলে যায়,
আজকাল কবিতার ও মন খারাপ।
কবিতার অভিমানী শব্দাবলী
ঘুরে বেড়ায় আমার চারিপাশেই।
অথচ আমি ওদের ছুঁতে পারিনা!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।