সাব্বির ভাইয়ের জন্য আরো দশ লাখ টাকা দরকার। মানবতার দিকে তাকিয়ে আছি।
প্রিয়জনের মুখ মনে পড়ছে, সান্নিধ্য পাচ্ছিনা। চলার পথে একটা ইতরশ্রেণীর মন্তব্য শুনেছি, বাঁচা নিরর্থক হয়ে গেছে। সহপাঠীর কদর্য রূপ প্রকাশিত হতে দেখেছি, সে রাতটা নির্ঘুম কেটেছে নোংরামির কথা ভেবে।
মরে যেতে ইচ্ছা হয়েছে, হয় অসংখ্যবার। মনে হয় জীবনের সব গান ফুরিয়ে যাক, প্রাণ নিভে যাক। পাখি ডানা মেলুক ওপারে। ব্লগে টাইটেল ঝুলিয়ে রেখেছি "দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী"। মনে হয় দীর্ঘদিন ধরে শুধু বেঁচেই আছি।
একেবারে নিরর্থক।
যে অদম্য প্রাণশক্তিতে আপনি নিজেকে, চেনা অচেনা স্থাপনাগুলোতে বেঁচে থাকার মোহনীয় চিত্রকল্প এঁকে চলেছেন, তার গভীরতা মাপার দুঃসাহস আমার নেই। এখন থেকে ভেঙ্গে পড়ার ক্ষণগুলোতে আমি চোখ বন্ধ করে আপনাকেই ভাবব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।