আমাদের কথা খুঁজে নিন

   

"বাবুয়া" সমস্যা

অনেক হাসি-কান্না মিথ্যা হতে পারে কিন্তু প্রতিটি দীর্ঘশ্বস'ই সত্য।

আমি এই ব্লগে নতুন একজন, নাম বাবু। কিনতু এই নাম দিয়ে শুরু করতে পারছিলাম না, নামটা নেয়নি। ম্যাসেজ পেলাম বাবু নামে কেউ আছে। তাই "য়া" টা জুড়ে দিলাম ।

বাবুয়া নামে আরও কেউ থাকতেও কেন এই নামটা নিল বুঝলাম না। সেই দিন পুরানো বাবুয়ার সুস্থতা কামনা করে লেখা একটা ব্লগ পড়েছিলাম, তবে নামটা নিয়ে এমন জটিলতা হতে পারে এত কিছু ভাবিনি। পরে, একটা লেখায় মন্তব্য করার পর লেখক আমাকে পুরানো বাবুয়া ভেবে ভুল করেছিলেন তবে পরক্ষনেই বুঝতে পেরেছিলেন যে আমি নতুন কেউ(আমার ব্লগের বয়স দেখে)। গত ২৩/০৭/০৮ এ স্বপনের লেখায় মন্তব্য করতে গিয়েও একই ঘটনা ঘটল। আমি বুঝলাম যে পুরানো বাবুয়া একজন নিয়মিত এবং জনপ্রিয় ব্লগার।

পুরানো বাবুয়া, কিছু মনে নিবেন না নামটা মিলে যাওয়া নিছক কাকতালীয়। আর আমি চাই যে আপনার পরিচয়টা বহাল থাকুক। যেহেতু আমি নতুন আর তেমন একটা পরিচয় ঘটেনি কাজেই নামটা আমি পাল্টে ফেলবো। অনিচ্ছাকৃত সমস্যা সৃষ্টির জন্য দুঃখিত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।