"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"
তার সাথে আমার প্রকাশ্য বা গোপন
কোন কথাই ছিল না তখন বা এখন
সে কখনো আমার বুকের গভীর সুড়ঙ্গে
আলো ফেলে দূর করতে পারেনি জমাট আঁধার
আমিও ফিকে করতে পারিনি
তার মনে জমে থাকা গাঢ় অন্ধকার
সে বা আমি কাগুজে বাঘের কাছে সমর্পিত হয়ে
দুর্বোধ্য হতাশায় একে অন্যকে বা নিজেকে
প্রশ্ন করেছি, তুমি কে, আমি কে,
আমরা কে কার অধিকার?
উত্তর মেলেনি।
শুধু প্রতিরাতে অ্যাশট্রেতে যুক্ত হয়েছে পোড়া
সিগারেটের ফিল্টার। এভাবে আমরা আমাদের
প্রলম্বিত নিষ্ফল সম্পর্ককে হত্যা করার চেষ্টা করেছি
বারবার। একটি সিগারেট, পাঁচ মিনিটের আয়ুক্ষয়,
আমরা ভেবে চলি মৃত্যুই হয়তো ঘটাবে ইতি
আমাদের দ্বৈত নিঃসঙ্গতার।
আদতে কি তা ঘটে? হীরক দ্যুতি নিয়ে এ প্রশ্ন
জেগে থাকে দু'জনের মানসপটে।
উত্তর অজানা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।