আমাদের কথা খুঁজে নিন

   

অসমতল।

http://www.paybox.me/r/rihan

ঐতো, ঐখান থেকে ক্ষুধার্ত কণ্ঠের চিৎকার বড় ব্যাথাতুর সুরে ভেসে আসে, এইতো, এইখানে পূর্ণিমার চাঁদ থেকে থেকে রাতভর কেবলই মুচকি হাসে, ঐখানে অর্থের যোগান মানব জন্মের মতো বাঁধহীন উল্লাসের ধ্বনি তোলে, এইখানে অর্থের যোগান লোভের পেয়ালায় কেবলই নতুন সুয়ার ঢেউ তোলে, ঐখানে মানব শিশুর জন্ম ক্ষুধার পালে অদম্য হাওয়ার ভয়াল হুংকার, এইখানে মানব শিশুর আগমন চির ধন্য, আহ্লাদী একাকিত্বের প্রতিকার, ঐখানে শরীরের আদান প্রদান হয় অনন্ত ক্ষুধার জ্বালায়, এইখানে শরীরের আদান প্রদান হয় নগ্ন লালসার ছায়ায়, ঐখানে লাশেদের কাকুতি শোনা যায় মৃত্যর খানিক পরেও, এইখানে হেলায় ভুলে যাওয়া যায় কেমনে জানি মৃত্যুর মত অবধারিত নিয়তিও। তোমরা জান ঐখানে কাদের বাস? মানুষ হয়েও যাদের নেওয়া হয় না মানুষের শ্বাস, তোমরা জান এইখানে কাদের বাস? মানুষ হয়েও যাদের কন্ঠে শোনা যায় অধম পশুর উল্লাস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.