আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর এই অসমতল ভূমিতে পথ চলতে গিয়ে

সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,

পৃথিবীর এই অসমতল ভূমিতে পথ চলতে গিয়ে বার বার বিক্ষত হয়েছে স্বপ্নীল হৃদয় যখন আমি ছোট্টটি ছিলাম· · · আম্মুর চুমো ভরা মায়াময় অবয়বে চেয়ে থাকতাম খুশী ভরা দৃষ্টিতে সদ্য ফুটে উঠা দুটো দাঁত বের করে হাসিময় সেই আমি· · · সেই আমি· · · আজ শুধু মনে হয়, জীবনের সবচেয়ে আনন্দে আন্দোলিত দিন ছিল সেইসব ফেলে আসা দিন· · · সমুন্নত পর্বত আর পতিত জলরাশির মধ্যে আমি আজ পতিতদের সাথী, মাছেদের বন্ধু যারা নির্বাক, অথচ কত চঞ্চল বর্ষা আর হেমন্তের ঘূর্ণিপাকে এক দুঃসহ সুখের জীবন তাদের। আমিও চলছি· · · · বর্ষার বানে আর হেমন্তের গানে গানে· · · · ·

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.