সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,
পৃথিবীর এই অসমতল ভূমিতে পথ চলতে গিয়ে
বার বার বিক্ষত হয়েছে স্বপ্নীল হৃদয়
যখন আমি ছোট্টটি ছিলাম· · ·
আম্মুর চুমো ভরা মায়াময় অবয়বে
চেয়ে থাকতাম খুশী ভরা দৃষ্টিতে
সদ্য ফুটে উঠা দুটো দাঁত বের করে
হাসিময় সেই আমি· · · সেই আমি· · ·
আজ শুধু মনে হয়, জীবনের সবচেয়ে
আনন্দে আন্দোলিত দিন ছিল
সেইসব ফেলে আসা দিন· · ·
সমুন্নত পর্বত আর পতিত জলরাশির মধ্যে
আমি আজ পতিতদের সাথী, মাছেদের বন্ধু
যারা নির্বাক, অথচ কত চঞ্চল
বর্ষা আর হেমন্তের ঘূর্ণিপাকে
এক দুঃসহ সুখের জীবন তাদের।
আমিও চলছি· · · ·
বর্ষার বানে আর হেমন্তের গানে গানে· · · · ·
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।