বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে
শুরুতেই্ একটা গল্প বলি। গল্প বলার আগে বলে নেই গল্পটা পড়ে একটু ভাবতে হতে পারে। তাই যাদের একটু ভাবার সময় আছে তারাই গল্পটা পড়ে নেন। দুই বন্ধু গেছে খাবার খেতে। তাদের কাছে মোটামোটি রকমের টাকাপয়সা।
একজনের কাছে ১০ হাজার মিলিয়ন ডলার। আরেকজনের কাছে ১২ হাজার মিলিয়ন ডলার। দুইজনে মিলে ২২ হাজার মিলিয়ন ডলার। পকেটে এতো ডলার নিয়ে তারা গেল এক রুটির দোকানে। দুইজনে মিলে সমুদয় টাকা দিয়ে একটি রুটি কিনে খেল।
রুটি খাওয়া বলে কথা। আচ্ছা ভাবেন তো বিষয়টা কি হলো। রুটির দাম এতো বেশি কেন!! কি দিয়ে বানানো সেই রুটি। দেশটিইবা কোথায়!! দেশটির নাম ভাবতে থাকুন...আপনাকে এখন নিয়ে যাচ্ছি খাবার নিয়ে আমার কথোপকথনে।
ঘরে গরুর মাংস আছে।
বুয়া এই মাংস রান্না করে নি। তখন থেকেই মাথায় নানা ধরনের বুদ্ধি ইলেকট্রনিকস তরঙ্গের মতো লাফালাফি করতেছিল। হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম এই মাংস দিযে কাবাব বানিয়ে খেলে ভালোই হয়। যেমন ভাবা তেমন কাজ। কাজ শুরু করে দিলাম।
সবকিছু করার পর যা হলো তাকে আর কাবাব বলা যায় না। মাংস পোড়া টাইপ হইছে। তাই ঠিক!! থেতে ভালোই লাগলো। আফটার অল খাবার বলে কথা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।