আমাদের কথা খুঁজে নিন

   

ওপেন স্ট্রিট সার্কাস এট কারওয়ান বাজার

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
আমার কাছে একটু অভিনবই লাগলো। কারণ এখানে সবাই এডলসেন্ট, বয়স একেবারে বড়টার ১৪ বছর। দুটো মেয়ে ও দুটো ছেলে। ছেলে দুটোর বয়স ১০ এর কম। অপুষ্টিতে নড়বড়ে শরীর।

কিন্তু যেভাবে রিংগুলো পেড়িয়ে গেল কে বলবে এরা আনট্রেনড! স্রেফ খেলা দেখিয়ে লোকজনের নিকট থেকে পয়সা নিচ্ছিল। সোৎসাহে সবাই দিচ্ছিলও দুইটাকা, পাঁচটাকা, দশটাকা। সাথে একজন বয়স্ক ভদ্রলোক রয়েছে - তিনিই মূলত সার্কাসটির মালিক। চারটা বাচ্চার তিনটাই তার। অন্যটিও আত্মীয়।

কোন পড়াশুনা করে না। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়, গ্রামে সার্কাস দেখায়। বৃষ্টির জন্য এখন ঢাকাতে। কারওয়ান বাজার কাঁচা বাজারের সামনে আরো কয়েক শুক্রবার তাদের দেখা যাবে।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।