আমাদের কথা খুঁজে নিন

   

ওপেন সোর্স গল্প

বাংলায় লেখি,বাংলায় বুঝি,বাংলায় হাসি, বংলায় কাদিঁ।

ইদানিং ওপেন সোর্স সফটওয়্যার গুলো খুবই ভাল করছে। ইউজারদের চাহিদা মেটাতে পারছে বলে সম্ভবত এটি অত্যন্ত জনপ্রিয় । চলুন একটা ওপেন সোর্স গল্প শুরু করি। কেউ দয়া করে গল্প শেষ করবেন না।

গল্পটাকে চলতে দিন আপন গতিতে এমন কিছু লিখবেননা যাতে গল্পের মজা নষ্ট হয়। এবার গল্পটা শুরু করা যাক শান্তর বয়স ১২ বছর । ও হোস্টেলে থাকে। আজ ৬ অক্টোবর ,দু দিন বাদে ওর জন্ম দিন কিন্তু বাদ সেধেছে নতুন প্রিনসিপাল । জন্মদিনের ছুটি দেয়ার কোন প্রশ্নই আশেনা দারুন কড়া আর রাগি মানুষ তিনি।

হোস্টেলেও জন্মদিন পালন এক রকম অসম্ভব। এখন কি হবে ওর তাহলে কি ওর ১৩ তম জন্মদিন পালন হবেনা..................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।