আমাদের কথা খুঁজে নিন

   

তার-ছেড়া বিদ্যার গুরু বিশ্ববিদ্যালয়

.... তবুও আমি স্বপ্ন দেখি ... (স্বপ্ন, বাস্তব এবং ব্লগের সর্বস্বত্ব ব্লগার কতৃক সংরক্ষিত)

তার-ছেড়া বলতে আমরা সাধারনত পাগলদের বোঝাই। তবে দেশে আমাদের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ছাত্ররা এ শব্দযূগলকে অন্য অর্থে ব্যবহার করতো। যারা ওয়্যারলেস কমিউনিকেশন নিয়ে কাজ করতো, তাদের এই উপাধী দেয়া হতো। বলাইবাহুল্য, ভালো অর্থে দেয়া হতো না বরং তাদের পাগল হিসেবে তুলে ধরার জন্যই ছিল এ বিশেষ উপমা। এরপর যখন আমি নিজেও উচ্চ শিক্ষার জন্য এই তার ছেড়াদের সাথে এসে যোগ দিলাম আয়ারল্যান্ডে, তখন মাঝে মাঝে নিজেকে সত্যই তার ছেড়া মনে হতে শুরু করলো! যাইহোক, এ পোস্টের মূল প্রতিপাদ্য বিষয় অতীত নয় বরং বর্তমান।

আজ বিশ্ববিদ্যালয় থেকে একটা তালিকা দেয়া হলো, গুরুদের তালিকা। ওয়্যারলেস কমিউনিকেশনে যাদের অবদানের জন্য আজ আমরা এত সুফল ভোগ করতে পারছি, তাদের উপর কিছু তথ্য এবং উপাত্ত্ব সমৃদ্ধ প্রেজেন্টেশন শেষে এ তালিকা দেয়া হলো। মূলত আমরা যারা ওয়্যারলেস কমিউনিকেশন নিয়ে পড়ছি তাদের বলা হয়েছে সুনির্দিষ্ট কিছু বিশ্ববিদ্যালয়ের কাজ এবং গবেষনাপত্র (রিসার্চ-পেপার) গুরুত্বের সাথে পর্যবেক্ষন করতে। এ বিশ্ববিদ্যালয়গুলো মূলত আজকের পৃথিবীতে ওয়্যারলেস কমিউনিকেশনের স্রষ্টা। অর্থাৎ পৃথিবীর বড় বড় তার-ছেড়ারা এ বিশ্ববিদ্যালয়গুলো থেকে এসেছেন ।

আমি ছোট তার-ছেড়া তাই গুরুদের কাজ দেখে মুগ্ধ হয়ে তাদের তালিকাটা সা. ইনে বন্ধুদের সাথে শেয়ার করছি। এখানে উল্লেখ্য যে এটা কোন র‌্যাঙ্কিং নয় যে যার নাম আগে এসেছে সে বেশি ভালো। বরং অনেকটা র‌্যানডম অর্ডারে তালিকাটা তৈরী করা এবং সবাই এখানে গুরু। তাছাড়া এটা আমাদের অভ্যন্তরীন একটা তালিকা মাত্র যেটা ছাত্রদের সাহায্যের জন্য দেয়া হয়েছে। তালিকার শেষের তিনটা তারকা চিহ্নিত নাম বিশ্ববিদ্যালয় নয়; তারা কমার্শিয়াল রিসার্চ ল্যাব।

তার-ছেড়া বিদ্যার গুরু বিশ্ববিদ্যালয় সমূহ ** University of California, Berkeley ** Stanford University ** Carnegie Mellon University ** Massachusetts Institute of Technology ** University of Illinois at Urbana-Champaign ** University of California, Los Angeles ** Cornell University ** Princeton University ** Georgia Institute of Technology ** Colorado School of Mines ** Washington University ** Rutgers University ** Harvard University ** State University of New York ** Bell Labs (*) ** RAND (*) ** Xerox PARC (*) একটা জিনিস এখানে লক্ষ্যনীয়। সবগুলো বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের। মনে তাই প্রশ্ন জেগেছিল (যদিও করা হয়নি), ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো কি তখন ঘাস কাটছিল? সম্ভবত। তা না হলে সব গুরুত্বপূর্ন অবদানে কেন বারবার যুক্তরাষ্ট্রের গবেষকদের নাম আসবে! মাঝে মাঝে মনে হয়, ইশ... যদি কোনদিন এদের কোন একটায় পড়ার সুযোগ পেতাম! সে ভাগ্য এই জীবনে আর হলো না . যদি কেউ এদের কোনটায় পড়ে থাকেন, তাহলে তার জন্য রইলো সশ্রদ্ধ কুর্নিশ। ২১ জুলাই ২০০৮ ডাবলিন, আয়ারল্যান্ড।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।