দেশের উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী
সিরাজগঞ্জ, ২ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা আপনাদেরকে মাতৃভাষা ও স্বাধীনতা এনে দিয়েছে। নৌকায় ভোট দেয়ার কারণে দেশের উন্নয়ন হচ্ছে। আপনারা আবারো নৌকায় ভোট দিন। আমরা আগামী ২০২১ সালের মধ্যে আপনাদেরকে সুন্দর স্বনির্ভর সোনার বাংলা উপহার দেব।
শনিবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৪৪ কোটি টাকা ব্যয়ে ৩৪৭ দশমিক ২৯৫ মিটার দীর্ঘ নবনির্মিত খান সোনতলা ব্রিজের উদ্বোধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বন্ধ হয়ে যাওয়া সিরাজগঞ্জ হার্ডপয়েন্টের শেখ রাসেল শিশুপার্ক নির্মাণ ও শিল্পপার্ক স্থাপনের মাধ্যমে সিরাজগঞ্জকে দেশের অন্যতম ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পর দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাচ্ছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পন্ন।
শেখ হাসিনা বলেন, এবারই প্রথম দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিশু-কিশোরদের মাঝে সঠিক সময়ে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।
দেশ যাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
সমাবেশে উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর জ্বালানি ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, যুগ্ম-সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ। স্থানীয় সংসদ সদস্য চয়ন ইসলাম, শফিকুল ইসলাম শফি ও তানভীর শাকিল জয়সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারাও ছিলেন সমাবেশে।
সিরাজগঞ্জে কর্মসূচি শেষে দুপুরে হেলিকপ্টারে করে পাবনায় রওনা হন প্রধানমন্ত্রী। সেখানে কয়েকটি প্রকল্প উদ্বোধনের পর বিকালে এডওয়ার্ড কলেজ মাঠে জনসভায় যোগ দেবেন তিনি।
শনিবার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জে পৌঁছেন প্রধানমন্ত্রী। তাকে বহনকারী হেলিকপ্টারটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের গোলচত্বরে হেলিপ্যাডে অবতরণ করে। সাড়ে ১০টার দিকে সয়দাবাদে প্রায় ৮শ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন করেন শেখ হাসিনা।
একই স্থানে আপগ্রেডেশন অফ সিরাজগঞ্জ ১৫০ মেগাওয়াট গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট -২ এবং ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের ভিত্তিস্থাপনও করেন তিনি। বর্তমান সরকারের আমলে সিরাজগঞ্জে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর।
এর আগে ২০১০ সালের ৯ এপ্রিল তিনি এই জেলায় এসেছিলেন।
শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে উল্লাপাড়ার হাটিকুমরুল গোলচত্বর থেকে তালগাছি পর্যন্ত ২০ কিলোমিটার মহাসড়ক তোরণ এবং রঙিন ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়।
পাবনায় ১’শ কোটি টাকা ব্যয়ে ৫‘শ শয্যার পাবনা মেডিক্যাল কলেজ ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, রেল লাইন, ৫৪২ কোটি টাকা ব্যয়ে বেড়ায় ৭০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বেড়া পাওয়ার প্লান্ট, ৮ কোটি টাকা ব্যয়ে বেড়া পৌরসভার নবনির্মিত ভবনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকালে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার। প্রায় ১৫ বছর পর পাবনায় যাচ্ছেন শেখ হাসিনা।
তার আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।