আমাদের কথা খুঁজে নিন

   

অ আ আজকের লেখালেখি - ২৩৩ (সেই পুরানো নোংরা কাদা ছোড়াছুড়ির রাজনীতি)

কাঁদছো !! কান্নাতে তোমাকে দারুণ দেখায় ! আমি হতবাক হয়ে গেলাম যখন দেখলাম গতকাল যখন জামাত-শিবির মিলে মতিঝিল,দিলকুশা,আরামবাগ,সচিবালয় এই কয়টা এলাকা জুড়ে তান্ডব চালালো। মুহূর্তের ভিতর শতাধিক গাড়ী ভেঙ্গে চুড়মার, পুড়িয়ে দিল কয়েকটি গাড়ি, পুলিশের গাড়ীও বাদ যায় নি। জ্বালাও পোড়াও বন্ধের ব্যাপারে সরকার তাৎক্ষনিক ব্যবস্থা নিতে ব্যর্থ হলেন। খুবই অবাক হলাম, যখন দেখলাম পুলিশগুলো পালিয়ে যাচ্ছিল আমজনতার সাথে। আমাদের এত বড় অনেক রকম সামরিক বাহিনী রয়েছে তাদেরকে এই আকস্মিক হামলা ঠেকানো কাজে ব্যবহার করা যায় নি।

দুঃশ্চিন্তার বিষয়, এই হামলাকারীর সংখ্যা বাড়ছে। তাদের এই দাবী রাজাকার বিচার বন্ধের দাবী। আমি ঠিক বুঝতে পারছি না তারা কি করে এতটা ইতিহাস বিকৃত হলো। এর জন্যে আমি দায়ী করব শিক্ষামন্ত্রীকে। তারা শিক্ষনীতিটাকে রাজনীতি করে ফেলেছেন এই জন্যে স্বাধীনতার ইতিহাস একেক রকম।

যেন এর ওর বানানো কোন রূপকথা। আমাদের মাদ্রাসাতে আরবীর পাশাপাশি বাংলা ইংরেজী সব কিছুতে প্রাধান্য দেওয়া উচিত। আমাদের তথা কথিত মাওলানা নেতাগনের ভুল নিদের্শনায় আমাদের পরবর্তী প্রজম্ম যদি জামায়াতকে নির্বাচন করে রাষ্ট্রপ্রধান করলে আমাদের আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। তখন তারা হয়ত একদিন আজকের এই সরকারকে বিচারের মুখোমুখি করবে। আমি শংকা ও বিচলিত আছি ভুল ইতিহাসের দৌরাত্মে।

৩০ই জানুয়ারী , ২০১৩ -------------------------------------------------------------------------------- লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৩৩/৩৬৫ (বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত। ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।