বাইশ ঘন্টা ধরে পাহারা দিচ্ছি আমাদের সচলায়তন
জমিজমা, ঘাসগৃহ, নদীনেত্র সবকিছুর দিকেই নজর
রাখছি খুব সতর্ক দৃষ্টিতে ,চেয়ে চেয়ে অনুভব করছি
চোখের স্পর্ধা। খুব সাবধানে চালাচালি করছি কিছু
ভাব, বাহু আর বৃষ্টির মতো শক্তিশালী শব্দের বর্ষণ।
বিংশ প্রহরে এসে আমার সাথে যোগ দিলেন একজন
মহাত্মন। এবং তিনি জানালেন, কলমের সৃজনশীল
স্বাধীনতার জন্য পাহারাদার আমি একা নই। আমার
আগে এই পেন নগরীতে শিরউঁচু করে দাঁড়িয়েছে আরো
অনেক প্রহরী। টরোন্টো থেকে কুয়ালালামপুর, টোকিও
থেকে ব্রিকলেন, লসএন্জেলেস থেকে ভিয়েনা পর্যন্ত
সারিব্দ্ধ হাত উড়াচ্ছে শাদাপতাকা , সকল রক্তচক্ষু
এবং হায়েনাদের যড়যন্ত্রের নগ্নতার বিরুদ্ধে ............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।