ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
এতোটুকু স্বস্তি চাই, ভুলো মন যাস নে রে ভুলে
তোরও কপালে আছে লেখা অচিন বসতে ঠাঁই
শহরে বন্দরে ঘুরে ঘুরে যা কিছু মাড়ালি তুই
সেখানে কালের ভাঁজে যতো পদছাপ চিহ্ন জুড়ে
তোর কোনো আলো করা স্মৃতিছবি সুখছোঁয়া নাই
ভুলো মন তোর ভুল করা জীবনে সুস্থিতি চাই।
কালের অতলে চলে গেছে চার চারটে দশক
এখনো বুকেতে ধুকপুক প্রাণ যতোটুকু আছে
ততোটুকু নিয়ে হোক এক নতুন যাত্রার দিশা
সে যাত্রায় জীবন তরীটা ফের কূল ফিরে পাক
ভুলো মন- আর ভুলে কোনো ভুলভাল দেখা নয়
হৃদয় আলোতে হোক এই দুই চোখ আলোময়।
ওরে মন- যতো মরি, ততো বাঁচি সমস্ত জীবন
আগামীর আয়নায় জাগে এই বুকের স্বপন!
২৬.০৬.২০০৮
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।