আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাল্লো চিকন মিয়া কেন আছেন?

"হার্টলেছ"

কেমন আছেন? ব্লগে তো আপনার অনেক পাখা, বুঝতে পারতেছি না ঘটনাটা কি? আমি ও মনে হয় আপনার একখানা পাখা। যাইহোক গতকাল কোথায় ছিলেন? কোথাও তো খুইজ্জা পাই নাই হ্যারিকনে সহকারে। আমনেরে লইয়া এত্ত বিশাল পোষ্ট হইলো আর আন্নে লা-পাত্তা ব্যাপারটা কি? অন্য নিক ব্যবহার করে নিজের ঢোল নিজে পেটান নাই তো? যাই হোক একটা কথা কই আমার ব্লগের প্রথম পোষ্টে সম্ভবত মাইনাচ দিছিলেন, সেই দিন কিন্তু খুব রাগ ধরছিল। পাইলে খাইয়া ফালামু এই টাইপের রাগ। কিন্তু আজ আমাকে আপনি হাজারটা "মাইনাচ" দেন মুই কিন্তু রাগ করমু না। কারন কেন যানি আপনার মাইনাচ থিউরীটা আমার ভাল লাগে ধইন্যাপাতা সহকারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।