আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাল্লো!!! শুনছো...তোমার জন্য লেখা

চলছি, যেমন চলছে। ইমেইল: lostindrk@gmail.com

১। পুরুষেরা জম্মগতভাবে কারোই মনের ভাষা পড়তে পারে না। ২। তোমার যথেষ্ট কাপড় চোপড় আছে ও জুতা আছে।

৩। সপিং আমার কাছে কখনই খেলাধুলার পর্যায়ে পড়ে না। এবং কখনোই আমি সেভাবে ভাবতে পারবো না। ৪। কান্নাকাটি মানে কিন্তু ব্যাল্কমেইলের অপচেষ্টা।

৫। কিছু জিনিস পরিস্কার করা দরকার। আধা কথা বুঝি না, ঘুরানো কথা আরো না। পরিস্কার করে বলো কি দরকার। ৬।

তুমি কি জানো, হ্যাঁ বা না দিয়ে বিশ্বের প্রায় সমস্ত প্রশ্নের সঠিকভাবে দেওয়া সম্ভব। ৭। কোন সমস্যায় যদি পড়ো এবং সমাধানে ব্যর্থ হও, তবে এসো সাহায্য করবো। সহানুভূতিটা শুধুমাত্র প্রমিকার জন্য। ৮।

শরীর খারাপ, আসতে পারবে না। ঠিক আছে, ডাক্তারের কাছে যাও। খামোখা ভাব নিও না। ৯। ছয়মাস আগে কি বলেছি তা নিয়ে মাথা খারাপ করোনা।

ছয়দিন আগের কথাও পরিবর্তনশীল। ১০। তুমি যদি ওয়াও টাইপ না হও, প্লিজ আমাকেও তোমার স্বপ্নের মানুষের সংগে তুলনা করো না। ১১। তুমি যদি নিজেকে মোটা মনে করো, হতে পারে তুমি সত্যিই মোটা।

আমাকে প্রশ্ন করো না। ১২। যদি আমার কথার দু'ধরণের অর্থ খুজে পাও তবে জেনে রেখো যেটা তোমার খারাপ লাগবে সেটা আমি বলিনি। ১৩। তুমি যদি কিছু আমাকে দিয়ে করাতে চাও অথবা তোমার মতো করে কিছু পেতে চাও তবে সরাসরি বলো।

আর যদি এমন হয় যে, তুমি ভালোই জানো কি করতে হবে, তবে প্লিজ নিজেই করো। ১৪। ক্রিস্টোফার কলাম্বাসের দিক নির্দেশনার দরকার হয়নি, আমাদের পুরুষদেরও দরকার নাই। ১৫। পুরুষরা রং নিয়ে খুব বেশি ভাবে না।

শাড়ির রং কমলার না আনারসের মতো, বুঝি কম। কমলা বা আনারস আমাদের কাছে খাবারের জন্য সুস্বাদু এক ফল। ১৬। কোথাও চুলকানি হলে চুলাকানোটাই স্বাভাবিক। আমরা পুরুষরাই বাই ডিফল্ট ওটাই করি।

১৭। কোন সময় যদি এরকম হয়, তুমি জানালে, "তুমি ভালো আছো", অথচ আমি জানি তুমি মিথ্যে কথা বলছ। তাহলে তোমার দেওয়া কথাই সত্যি মেনে চলব। পুরুষরা অহেতুক ঝামেলা এড়ানো পছন্দ করে। ১৮।

এমন কিছু প্রশ্ন করো না, যার উত্তর তুমি জানতে চাও না। আমরা যা বলবো তা কিন্তু, তোমরা শুনতে চাও না। ১৯। কোথাও যাবার জন্য যাই পড়ো না কেন, সত্যি বলছি, সবকিছুই ঠিক লাগে। ২০।

আজকে রাতে হয়ত তোমার সংগে বিছানায় শুতে দেবে না, সত্যি বলতে কি, এটা আমার কাছে খুব একটা খারাপ লাগে না। সোফাতে শোয়াটা আমার কাছে পিকনিকটাইপ মনে হয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।