নেইমারের ফুটবল প্রতিভা নিয়ে কারোরই সংশয় নেই। এখন শুধু সেটা বিকশিত করার সময় ২১ বছর বয়সী ফরোয়ার্ডের। আর নিজের সক্ষমতা বাড়িয়ে নেওয়ার সব সুযোগ বেশ ভালোমতোই পাচ্ছেন ব্রাজিলিয়ান এই তারকা। বার্সেলোনায় মেসি, ইনিয়েস্তা, জাভিদের পাশে খেলার সুবাদে পাচ্ছেন আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠার সুযোগ। আর জাতীয় দলের কোচ লুইস ফেলিপে স্কলারির তত্ত্বাবধানে উন্নয়ন ঘটাচ্ছেন নিজের রক্ষণাত্মক দিকগুলোরও। নিজের এই অগ্রগতির জন্য স্কলারির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন নেইমার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।