আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধদের জন্য বাইক

সাইকেলটির নাম দেওয়া হয়েছে আল্ট্রাবাইক। এটি একজন দৃষ্টিপ্রতিবন্ধী মানুষও স্বাচ্ছন্দ্যে চালাতে পারবেন। কারণ সাইকেলটিতে ব্যবহৃত আল্ট্রাসনিক প্রযুক্তি চালককে সামনের বাধা সম্পর্কে সতর্ক করে দেয়। সাইকেলটি নির্মাণ করেছে হ্যারোগেটভিত্তিক প্রতিষ্ঠান সাউন্ড ফরসাইট টেকনোলজি। গ্লাসগোর দুদিনব্যাপী এ প্রযুক্তি সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদেরও আল্ট্রাবাইক চালিয়ে দেখার সুযোগ দেওয়া হয়েছিল।
দুদিনের এ প্রযুক্তি সম্মেলনটির আয়োজক ছিল স্কটল্যান্ডের দাতব্য সংস্থা আরএনআইবি। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালক জন লেগ জানিয়েছেন, এখন অন্ধদের জীবনযাত্রা সহজ করার মতো অনেক পণ্য তৈরি হচ্ছে। সেগুলো ব্যবহার করে স্বাধীনভাবে চলছে তারা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।