আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধদের জন্য ত্রিমাত্রিক প্রিন্টার

সার্চ ইঞ্জিন ইয়াহু ও জাপানের ক্রিয়েটিভ এজেন্সি হাকুহোডো কেটল দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য ওয়েবসাইট থেকে বিভিন্ন তথ্য সংগ্রহে সাহায্য করতে এগিয়ে এসেছে।

সেবামূলক এ প্রকল্পের আওতায় প্রতিষ্ঠান দুটি যৌথভাবে ত্রিমাত্রিক প্রিন্টার উন্নয়নে কাজ করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল।

‘হ্যান্ডস অন সার্চ’ নামের ডিভাইসটি একধরনের ত্রিমাত্রিক প্রিন্টার। এটি দিয়ে অন্ধ শিশুদের প্রয়োজন অনুযায়ী যন্ত্রটি ব্যবহৃত হবে। এ জন্য অনলাইনে কোনোকিছু সার্চ করা হলে ইয়াহু সে জিনিস খুঁজে বের করার চেষ্টা করবে এবং পরে তা প্রিন্ট করে দেখাবে। এতে দেখতে না পেলেও দৃষ্টিপ্রতিবন্ধীরা হাতের স্পর্শে তা অনুভব করতে পারবেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।