পাখি পর্ব চলছে
ব্রাত্য রাইসু লিখেছিলেন এই বিষয়টা নিয়ে। আমি কিছু যোগ করি।
১৯৯০ সালের একটি অভিজ্ঞতা বলি শোনেন। আমাদের গ্রামে কেবল ব্রাকের সমিতি হয়েছে। কিছুদিনের মাথায় সেখানে একটা স্কুলও হল 'ব্রাক উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়' নামে।
বলা হল যেসব ছাত্র সরকারী/বেসরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ঝড়ে পড়েছে তাদের ছাত্র হিসেবে নেয়া হবে এবং এখান থেকে বেরিয়ে তারা আমার পঞ্চম শ্রেণীতে ভর্তি হবে। শুরু হল ছাত্র ভর্তি করানো। দেখা গেল প্রাইমারি স্কুলগুলোর যেসব ছাত্র একটু ভাল তাদের ভর্তি করানো হচ্ছে ব্রাকে। ব্রাকের যেসব ছাত্র খারাপ (লেখাপড়ায় ল্যাবেন্ডিস) তাদের নানান অজুহাতে বাদ দেয়া হচ্ছে। এইবার শুরু হল প্রাথমিক আর ব্রাক স্কুলের লড়াই।
শেষ পর্যন্ত একটা রফা হল। এবং সেই রফাটা হচ্ছে, ব্রাকের ক্লাশ যেহেতু সকাল বেলা হয় তাই ছাত্ররা ব্রাক সেরে প্রাইমারি স্কুলে যাবে। এতে হল কী ছাত্ররা দুইবার করে স্কুল যেতে শুরু করল। আর যেসব ছাত্র ঝড়ে গিয়েছিল তাদের পড়া শেষ পর্যন্ত হলই না।
ব্রাকের পড়াবার সিস্টেমটাও ছিল অদ্ভূত।
ইংরেজি পড়ানো হতো ক্যাসেট বাজিয়ে। অফিস থেকে একটা ক্যাসেট দেয়া হয়েছিল শিক্ষিকাদের (শিক্ষক নেই কিন্তু। এখনো শিক্ষিকারাই ব্রাকের ক্লাশ নেয়) তারা সেটা শোনাতো ছাত্রদের। এই শিক্ষিকাদের বেশিরভাগই ছিল অষ্টম শ্রেণী থেকে এস.এস.সি. পাস। তো এই হল ব্রাকের শিক্ষাদান কর্মসূচী।
ও ভাল কথা বর্তমানে কিন্তু ব্রাকের স্কুলগুলোকে ক্লোজ করে দেয়া হচ্ছে। মানে তাদের নিজেদের প্রায় নেই বললেই চলে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।