আমাদের কথা খুঁজে নিন

   

তাড়াশে অপহূত ব্রাকের কর্মকর্তা উদ্ধার

দশ লাখ টাকা মুক্তিপনের দাবীতে অপহূত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ব্রাক শাখার হিসাব কর্মকর্তা তারিকুল ইসলামকে (২৬) পুলিশ ৩ দিন পর উদ্ধার করেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে তারিকুল ইসলামকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পাটোয়ারী ক্লিনিক এলাকা থেকে হাত পা বাঁধা অবস্থায় পুলিশ উদ্ধার করে। সে টাঙ্গাইল জেলার ভুয়াপুর  উপজেলার ঘাটান্দি গ্রামের মজিবর রহমানের ছেলে।

তাড়াশ থানার উপ-পরির্দশক নাসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার কর্মস্থল থেকে সিএনজিযোগে নিজ বাড়ি যাবার উদ্যেশে রওনা হয়। পথিমধ্যে সলঙ্গা থানার হরিনচড়া এলাকায় পৌছলে সিএনজিতে থাকা অপর আরোহীরা তাকে অপহরন করে নিয়ে যায়। এরপর অজ্ঞাত স্থানে তারিকুলকে আটকে রেখে পরিবারের কাছে মোবাইলে ১০ লাখ টাকা মুক্তিপন দাবী করা হয়। এ ঘটনায় ওই রাতেই তার ছোট ভাই আলমগীর হোসেন বাদী হয়ে মামলা করেন। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.