তোমায় পরছে মনে...........
বিজলী বাতির এই শহরে
রবোট হয়ে ঘুরছি আমি
গাড়ি আছে বাড়ি আছে
আছে প্রাসাদ খুবই দামী।
সুখের খোঁজে এই যে আমি
ঘুরছি নদী শহর বনে
শক্ত ইটের ভাঁজে ভাঁজে
তোমার কথাই পরছে মনে....
মনে পড়ে সেই কথাটি
হঠাৎ করে খেলার ছলে
শিউলি মালা পড়িয়ে দিলে
আদর করে আমার গলে...
মনে পড়ে সেই কথাটি..
সূর্য তখন যাচছে ডুবে
মুখটি তুমি রাখলে বুকে
ভালোবাসার আপন সুখে!
মনে পড়ে বৃষ্টি দিনে..
হুডটি খুলে রিক্সা চড়ে
নীরব ঢাকায় ঘুরছি দু'জন
শক্ত হাতে হাতটি ধরে।
মনে পড়ে মনে পড়ে..
তোমার কথাই মনে পড়ে
এই শহরের বিজলী-বাতি
আছার খেয়ে পড়ছে ঝড়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।