আমাদের কথা খুঁজে নিন

   

কবিতার সাথে নারি , নদী ও প্রকৃতির গাড় মিল



*********** রোমান্টিক প্রেমের কবিতা । । *** রমণী *********পরিবেশ বন্ধু কবি মাসুদ রানা হে রমনি তন্বী নয়না সৃষ্টির সেরা রহস্য তোমারই অধরে ভাঁজে ভাঁজে বৈভব অনন্য সম্ভার ভারি সলাজ বধন ভাসে নজরে । । মন আর মোহ কেড়ে নাও স্বভাবে ঝরে মায়া ভরা ঠান তোমারই আসে কত প্রেম ভাসে প্রেমিকের বুকে ফুটে আশার সন্ধান ।

। স্বপ্ন দেখে কত না যুবা ঘর বাধার পাতায়ে তোমার সনে গড়ে বাধন সাজলে লাগে আরও কত মনোহর জয় করে সবাকে বাধিয়া এ মন । । নদী ও প্রকৃতি ************* নিরন্তর বয়ে যায় নদী ,বিলায়ে তরঙ্গ জল মাঠের পাড়ে তৃষ্ণা মেঠায় , নিরবধি ছুঁয়ে মৃত্তিকার কুল জলে তার অমৃত সজীব হয় , যত তৃণ লতা আকাশ আর মেঘে দুলে কহে তার গোপন কথা । ।

তারে ছুঁয়ে যায় বহুদূর এর পূর্বাশার আলো তার গাঁয়ে রমনির জলকেলি লাগে কত ভালো । । মানবের তরে ফুল আর ফসলে সজীবতা আনে ধরণীরে করে বরণীয়া সবুজ ও সুধায় কত না কাননে । । হাওয়ার বেঘ কভু ঢেউ তুলে গাঁয়ে পাহাড়ের মত মৃদুল ও হিল্লোলে জাগে বিস্ময়ে ।

। তারে ঘিরে গাঁ আর কত মেটুঁ পথ দিক হতে দিগন্তে খুজে তার আদি ভূত ভবিষ্যৎ । । পরিবেশ বন্ধু কবি নারি ও প্রেম । ।

********** এম, জি, আর , মাসুদ রানা । । জগতের সব সুন্দর নারির বদনে এ রূপ হেরিয়া পুরুষ জড়ায় বাধনে । । তাই খুলে আঁখি বসন্ত বেলায় ছিত্ত মোহিত করে মজে থাকে খেলায় ।

। যদি তার সৌরভে থাকে মজে মন আকুল হৃদয় ভরে দেখে সে নয়ন । । অনন্য সম্ভারে ঘেরা তনুমনে সাজ বিসৃত বিম্ময় লয়ে ফুটে আভায় লাজ । ।

অধর ও যাচিয়া ফুটে যৌবনের সাড়া তার সাথে মিতালি গড়ে জুড়ায় অন্তরা । । যদি হায় সে হৃদয় ভিড়ে মধুময় লগনে প্রেমসুধা বয়ে যায় হৃদয় ও কাননে । । পরিবেশ বন্ধু কবি ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।