সামহোয়ারে বিজ্ঞাপন নেয়া বা না নেয়া নিয়ে কর্তৃপক্ষের নোটিশ এবং তারপরে ব্লগারদের পক্ষে-বিপক্ষে নানান মন্তব্য। এবং সেসব নিয়ে ফাহমিদ ও মাহবুব-এর পোস্ট সব মিলিয়ে কিছু প্রশ্ন সকল ব্লগারদের কাছে আমার জিজ্ঞাস্য:
১. বিজ্ঞাপন দাতাদের সম্পর্কে আমাদের ধারনা কতটুকু স্বচ্ছ?
আমার মনে হয় আমাদের ধারনা তেমন স্বচ্ছ নয়, কেননা আমার অভিজ্ঞতায় বলে যে, যারা বিজ্ঞাপন দেয় তারা একটা এডিটরিয়াল লাইনও ঠিক করে দেয়। কি প্রকাশ করা যাবে, কি প্রকাশ করা যাবে না। আমার মনে হয় এটা স্বাধীন মতপ্রকাশে হস্তক্ষেপ করে। অতীতেও কেরেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে।
তার নিকট অতীত উদাহরন, আমাদের সময়ের প্রথম পৃষ্ঠা ফাকা। এটা দিয়েই প্রমাণিত হয় তারা কতটা শক্তিশালী।
এখন আমরা কি বিজ্ঞাপনের পক্ষে দাঁড়িয়ে তাদের এই অবস্থানকেই শক্তিশালী করব না?
২. কর্পোরেট বিজ্ঞাপনদাতা যেমন গ্রামীন ফোন, বাংলা লিংক এরা যেহেতু বিদেশী কোম্পানী সেহেতু তাদের কাছ থেকে বিজ্ঞাপন নিয়ে মনের ঝাল কিছুটা মেটানো।
সত্যি কি তা সম্ভব? তারা কিন্তু তাদের প্রয়োজনের স্বার্থেই বিজ্ঞাপন দেয়। করুনা করে নয়।
বিজ্ঞাপন না দিলে তাদের বিপনণে ধস নামে। একটা ছো্ট্ট উদাহরণ দেই, বাংলা লিংক তাদের দিন বদলের পালা বিজ্ঞাপন দিয়ে গ্রামীণ ফোনের ব্যবসার ধস নামিয়ে দিয়েছিল ১ বছর। বাধ্য হয়ে গ্রামীণ ফোন তাদের পে-অফ লাইন আমরা আপনাদের পাশে সবসময় বদলে কাছে থাকুন-এ আসতে বাধ্য হয়েছে। এই যে বিজ্ঞাপন দিয়ে মানুষের কাছে থাকা এটা তো করতে তারা বাধ্য। আমরা কেন ভাবছি যে তাদের কাছ থেকে টাকা নিয়ে আমরা বাহাদুর সাজব? তারা বাধ্য হয়েই বিজ্ঞাপন দেবে, এটা সেটা গিফট দেবে তারপর আপনাকে তাদের অন্তুভূক্ত করবে।
উদাহরণ: ইংরেজরা আমাদের বিনে পয়সায় চা খাওয়া শিখিয়েছিল কিন্তু পরে তারা চা কিনতে বাধ্য করেছিল।
এরকম নানান কথাই বলা যায়। কিন্তু তাতে কি কোনো লাভ আছে? সামহোয়ার তো আগেই সিদ্ধান্ত নিয়ে বসে আছে তারা বিজ্ঞাপন নেবে। আমাদের কাছ থেকে শুধু একটু মতামত নেয়া। যেমনটা আমরা বাড়িতে হরহামেশাই করে থাকি, ছোটদের বলি তাদের কিকি আবদার অথচ আগেই ঠিক করে রাখি কাকে কি দেব।
যাই হোক, আমার বক্তব্য পরিস্কার আমি কারো হাতের বল হতে চাই না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।