আমাদের কথা খুঁজে নিন

   

নয়ন্তীর চিকিৎসা : নতুন দুশ্চিন্তা চিকিৎসাকালীন অর্থসংকট!

http://www.myspace.com/423882880/music/songs/31785002

নিউ দিল্লীর স্যার গঙ্গারাম হাসপাতালে নয়ন্তী এখন পেডিয়াট্রিক সার্জারি ডিপার্টমেন্টের ড. অনুরাগ কৃষ্ণার চিকিৎসাধীন আছে । আপাতত তার ছোট্ট শরীর থেকে জমে যাওয়া অস্বাভাবিক পানি বের করে আনা হয়েছে। চিকিৎসারত ডাক্তাররা খুবই আন্তরিক নয়ন্তীর ব্যাপারে, তারা ব্যক্তিগত মানবতাবোধ থেকে নয়ন্তীর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু মূল দুশ্চিন্তার কারণ হলো নয়ন্তীর জন্য তার বাবা-মা, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব এখনো পর্যাপ্ত অর্থ সংগ্রহ করতে পারেনি। তবে চেষ্টা চলছে।

চিকিৎসা চলাকালীন অর্থাভাব অনেক বড় দুশ্চিন্তার কারণ। নয়ন্তীর বাবা জনাব মোস্তাক খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসছেন অর্থ সংগ্রহের জন্য। ইতিমধ্যে নয়ন্তীর জন্য কনসার্ট করা হয়েছে কিন্তু প্রত্যাশিত অর্থ সেখান থেকে উঠে আসেনি। ব্যক্তিগত ভাবে অনেকেই এগিয়ে এসেছেন ...এসব মিলিয়েই মেয়েকে নিয়ে তাড়াহুড়ো করে হাসপাতালে ছুটে গেছেন তার বাবা-মা। নয়ন্তীকে বাঁচাতে তার চিকিৎসার জন্য এগিয়ে আসতে চান যোগাযোগ করুন : জনাব গাজী মোস্তাক :০১৭১৩০১৫০৮৮ (নয়ন্তীর বাবা)।

ইমেইল : or কন্ট্রিবিউটাররা নিম্নোক্ত একাউন্ট নম্বরে সহয়তা করতে পারেন: একাউন্ট নম্বর : ১২২ ১০৩ ৮৮২৪ মো : মোস্তাক গাজী, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড ................................................................................................ A/c no : 022 103 8824 Md.Mostaque Gazi, Dutch Bangla Bank Limited আমি সামহোয়ার ইন ব্লগকে ধন্যবাদ জানাচ্ছি স্টিকি পোস্টের জন্য। আমার বিশ্বাস ছিল আমার সা.হো.ইন ব্লগ মানবিক দিকটা সবার আগে প্রাধান্য দিবে। ব্লগের বন্ধুদেরও অনেক ধন্যবাদ, নয়ন্তীর পাশে থাকার জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।