হযবরল
মজার জোকস্
হ্যাসবেন্ড অতিরিক্ত মদ পান করে , তাই ওয়াইফ সবসময় চেষ্টা করে তার মদ পান বন্ধ করতে আর বুঝাতে যে মদ পান করলে কি কি সমস্যা হতে পারে।
একদিন হ্যাসবেন্ড বাহির থেকে এসে ওর ওয়াইফকে বলতেছে এই আমাকে খাবার দাও । ওয়াইফ দুইটা গ্লাস হাতে করে নিয়ে এসে হ্যাসবেন্ড এর সামনে রাখল। একটা গ্লাসে ছিল মদ আর অন্য একটা গ্লাসে পানি। আর গ্লাস দুইটাতে একটা করে পোকা , একটু পরে দেখা গেল পানির গ্লাসের পোকা টা গ্লাস বেয়ে উঠে গেল আর মদের গ্লাসের পোকাটা মরে গ্লাসের তলায়(নিচে) পরে গেল হ্যাসবেন্ড বল্ল এসব কি ? ওয়াইফ বল্ল দেখলে প্রমান, মদ খেলে কি হ্য় ? হ্যাসবেন্ড ওয়াও মদ খাওয়ার ফলে আমার পেটের সব পোকা মাকর মরে যাবে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।