আমাদের কথা খুঁজে নিন

   

শ্বাশ্বত / বসুন্ধরা সিটি কমপ্লেক্স ও কতিপয় আমরা।



এখানে গতকালের কয়েকটা কয়েকটা বিযয় আপনাদের কাছে শেয়ার করতে চাই। আমার জীবনে আর্তদের জন্য এই প্রথম টাকা তুলছি তা কিন্ত নয়। কিন্ত কালকে কেন যেন নীজেকে বড় অশহায় মনে হচ্ছিল। ক্লাবের জন্য টাকা তুলেছি, নিজের সংগঠেনের জন্য টাকা তুলি, অফিসে মাঝে মাঝেই আর্তদের জন্য দেই ( ক 'দিন আগে সিডরেরে জন্য কাজ করলাম ) , বউয়ের কাছে মিথ্যে বলে টাকা নেওয়া ( যায়েজ আছে ) কিন্ত কালকের অনুভুতি সব কিছুকে যেন ছাপিয়ে গেল। অনুভুতি -১ ১০০ এগেনস্ট ১০০ .....................................।

সুশীতল মার্কেট ১৬ ডিগ্রী কুলে ফর্সা রমনীরা খিলখিল করে হাসছে আর মাত্র ১ ফিট দুরত্বে কতিপয় নাদান বান্দরা ৩৬ ডিগ্রী সেলসিয়াসে ঘামছি। মুদ্রার এপিট / ওপিট ..................................। দুদিন আগেই এ মার্কেটে ঢুকার আগে কোন ভিক্ষুককে দু টাকা দিতে পেরে নিজেকে হাতেম তাই মনে হয়েছে আর কালকে হাজি মহসিনদের কাছে হাত পেতে টাকা নিয়ে নীজেকে মানুয বলে মনে হয়েছে। নিজেকে খুজি ----------------------- রন্জু ভাই যখন কুড়ি/বুড়িদের কাছে অশহায়ের মত সাহায্য চাইছিল আর দানবতীরা তখন শ্বাশ্বতের পোস্টার আর আমি/দিপু/রন্জু ভাইয়ের দিকে মিলিয়ে নিচ্ছিল । হ্য়তোবা মিললনা বলে চুইংগাম চিবুতে চিবুতে ভিতরে চলে গেল।

আর আমরা শ্বাশ্বতের ছবির দিকে মিলিয়ে নিলাম নিজেকে / দেখ দিপু একই তো চেহারা আমাদের। টেকনোলজি .......................... ছুড়িরা সিড়িতে উঠতে উঠতে কানে মোবাইল/ফুসফাস কথায় ভিতরে প্রবেশ। ছোড়ারা মিউজিক এক্সপ্রেসে কানে তালা ( হেডফোনে ) - এক পায়ে নুপুর / অন্য পা খালি কিনা দেখতে দেখতে প্রবেশ। আমাদের কথা শোনার সময় কই। অনভিজ্গতা -------------------- টাকা চাওয়ারও একটা একটিং আছে যা আমাদের নেই।

দিপুকে বললাম চল আমরা আধ ঘন্টা বিরতি নেই। সামনের রাস্তা থেকে একটা ভিক্ষুককে নিয়ে আধ ঘন্টার একটা short training course করে আসি। জবাব নেই ...................। ঠিক নামাজের সময় আমাদের কেউ একজন বলল- চল সামনের রাস্তার ওপাশে ব্যানার নিয়ে সাহায্য চাই। সংগে সংগে দিপু বলে উঠল - লাভ নাই , ওখানে প্রথমে যে প্রশ্ন হবে সেটা হচ্ছে পোলায় হিন্দু না মুসলমান ? আমি বললাম - আজ থাক দীপু ।

আসলে আমাদের কোন জবাব নেই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।