রিজওয়ানুল ইসলাম রুদ্র
ছায়াপাতা দিয়ে ঢাকা আছে মোমের মূর্তি : মাদামতুসো নিজেই স্মৃতিভ্রষ্ট ! সেখানে নির্লিপ্ত দৃষ্টি নিয়ে তাকাতেই মাথার ভেতর উন্মাদ লাটিমের মতো ঘুরতে থাকে বিভ্রম; প্রহেলিকা-প্রহসন। সমগ্র পাথর-শ্রমিকের বুকের পাঁজর গুণে শেখা যায় - জীবনের অন্ধ ধারাপাত; মৃত কফিনের ভেতর সিদ্ধ হয়ে অবশেষে হয়ে ওঠে লোহার কঙ্কাল ! কয়লাখনিতে ক্রমাগত শুকিয়ে আসে রোরুদ্যমান অশ্রুগ্রন্থি... সেখানে মুখ থুবড়ে পড়ে মানবিক হীরের খোঁজ। তপ্ত বৃষ্টিতে ধুলো-ওঠা মৃত্তিকার আত্মসম্ভ্রম। মরুভুমির ঊষর সন্ধ্যায় ডেকে তোলে ঘুম-পিশাচ। সিমেন্ট-মাখা নিঃস্তব্ধ করুণ রাত্রি। অন্য কোনো গৃহের সন্ধানে উন্মুখ- ঝুঁকিপূর্ণ ঈশ্বর। সোনাপুর লেবার ক্যাম্পের জরাজীর্ণ রহস্যের ক্যাম্পাসে এ আমার গুপ্ত প্রতিশোধ !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।