আমাদের কথা খুঁজে নিন

   

ছবিব্লগার 'রানা'র প্রোফাইলে...

``চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই। তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল। ' -- প্রাচীন গ্রীক কবি ইউরিপিডিস (৪৮০-৪০৬ খ্রীঃ পূঃ)

আবজাব ছবি দিয়া যদি ব্লগকে কেউ ফ্লড করে সেটা আমি। তবে যেদিন একটি ভাল লেখা লিখতে পারবো. সেদিন থেকে ছবি বাদ। উপরের কথাগুলো লেখা আছে আমাদের একজন চমৎকার সহব্লগার 'রানা'র প্রোফাইলে।

কেউ কি তাঁর এই কথাকে সমর্থন করেন ? এ কথা একশ' ভাগ সমর্থন দেয়া মানে আমাদের চমৎকার একটা ছবির উৎসকে হুমকীতে ফেলা। আমি তো করিই না। আবার একশ' ভাগ অসমর্থন করার অর্থ একটা ভালো লেখা লিখার কাঙ্ক্ষিত অদ্ভুত তাড়নাকে অসম্মান করা। অতএব আন্তরিক অপেক্ষায় রইলাম একজন চমৎকার শিল্পরসিক ব্লগারের অনেক অনেক ভালো লেখা উপভোগ করার। তবে ছবির উৎস বন্ধ করে নয়।

ফলাফল, আপত্তিকর প্রোফাইল বক্তব্যের অপরাধে রানাকে ছবি ও লেখা দুটোই পোস্ট করার জন্য বাধ্য করা হোক। হা হা হা ! [সংযুক্ত ছবিটার জন্যে আমি নই, রানা'ই দায়ী] লিংক: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.