য ইংরেজি একটি ভাষা। ইংরেজি ভাষাকে মাতৃভাষার মত করে বলতে হবে। উদাহরণস্বরুপ, ছোট বেলায় ৪/৫ বছর বয়সের সময় কোন সমাস, কারক, বচন, পদ, ইত্যাদি ব্যাকরণ না শিখেই শুনে শুনে বাবা, মা, ভাই, বোন, বন্ধুদের সাথে কথা বলতে বলতে বাংলায় শুদ্ধভাবে কথা বলতে পেরেছি। তাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে practice করলেই ইংরেজি শেখা যায় না। ভাষা হলো মুখে বলার ব্যাপার। তাই ইংরেজিতে কথা বলা শিখতে হলে মুখ দিয়ে বলতে হবে। ভুল বা শুদ্ধ যাই-ই হউক না কেন লজ্জা না করে আজই বন্ধুদের সাথে, বাসার লোকজনদের সাথে ইংরেজিতে কথা বলার চর্চা শুরু করুন। আপনাদের উৎসাহ পেলে পরের পোষ্টগুলোতে থাকছে ইংরেজিতে কথা বলতে পারার দুর্দান্ত কিছু টিপস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।