এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺
তিন গোয়েন্দার সাথে আমরা প্রায় সবাই পরিচিত।
এটা এমন একটা সিরিজ যেটাকে একসময় না পড়লে আমাদের কারো দিন যেতে চাইতো না। আমিও একসময় এই সিরিজের অন্ধ ভক্ত ছিলাম। কিন্তু অনেকের মতোই আমিও রকিব হাসান লেখা বন্ধ করে দেবার পর তিন গোয়েন্দা পড়া বন্ধ করে দিলাম। শামসুদ্দিন নওয়াব আমাদের চাহিদা পূরণ করতে পারছিলেন না।
মনে পড়ে রকিব হাসানের সর্বশেষ বইটির কথা।
সেটার নাম "হীরার কার্তুজ"। ওই বইটির মাধ্যমেই তিনি পুরোপুরি-ই প্রমাণ করে গিয়েছিলেন যে তার সমকক্ষ হওয়া কারো পক্ষে সম্ভব নয়। মনে পড়ে প্রথম বইটির কথা। সেটাই আমার মতে সেরা বই তিন গোয়েন্দা সিরিজের।
এখনো কিছু বইয়ের প্রচ্ছদ দেখলে শিহরিত হই।
কি জাদু ছিল রাকিব হাসানের হাতে! এখনো মাঝেমধ্যে সুযোগ পেলেই রহস্যের সমাধানে নেমে যাই তিন গোয়েন্দার সঙ্গে কল্পনার রাজ্যে।
(আমি এখন তিন গোয়েন্দার ফাইলগুলোকে আপলোড করছি। খুব শীঘ্রই তিন গোয়েন্দাকে পাবেন সামহোয়ার ইন ব্লগ...-এ। )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।