শিশু শিল্পী হিসেবে টেলিভিশন ও হিন্দি ছবিতে তার আবির্ভাব আগে থেকে হলেও নায়িকা হিসেবে তার বলিউড ক্যারিয়ার আরম্ভ আপ কা সুরুর (২০০৭) ছবির মাধ্যমে। তবে তার অনেক ভক্তই হয়তো জানে না যে প্রকৃতিগতভাবেই তিনি পেইন্টিং করতে খুব ভালোবাসেন এবং যখনই সময় পান তখনই ক্যানভাসে রঙের খেলা খেলতে ভালোবাসেন। জানা গেছে, তিন বছর বয়স থেকেই তিনি ছবি আঁকছেন এবং ওয়াটার কালারের বিশাল এক কালেকশন তার রয়েছে। এমনকি তার মা চান যে, তিনি তার ছবিগুলো নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করুক। এই প্রসঙ্গে তিনি কৌতুক করে বলেন, হ্যাঁ, আমার মা বলেছেন, বর্ষাকালে এটি উপার্জনের একটি ভালো উপায়। এছাড়াও তিনি বলেন, আমি সত্যিই পেইন্টিং ভালোবাসি। এটি আমাকে অনেক সুখী করে এবং ক্লান্তি ভুলতে সাহায্য করে। আর সত্যি বলতে কি, আমি ছবি আঁকা শেখাতেও ভালোবাসি। উল্লেখ্য, তিনি তার নিজের স্কুল, একটি এনজিওতে তার স্টুডেন্টদের ছবি আঁকা শেখান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।