বর্ষা সম্প্রতি গ্লিটজকে বলেন, “আমি সংক্ষিপ্ত বা স্বল্পপোশাকে অভিনয় করতে চাই না। এমনকি ফটোশুটের জন্য এমন প্রস্তাব শুনেও লজ্জা পাই। আমি মনে করি, আমি একজন নায়িকা। আমি গ্ল্যামারের সঙ্গে শিল্পকে পরিবেশন করব দর্শকদের জন্য। কিন্তু এর জন্য আমাকে শরীর দেখাতে হবে বা আমাকে ছোট পোশাক পরতে হবে, এমন আবদার আমার পক্ষে রাখা সম্ভব না।
আমি বরং এমন পোশাক পরতে চাই, যা দেখে সবাই আমার রুচির প্রশংসা করে। যেন বলে, পোশাকটি বেশ মানিয়েছে। ”
তিনি আরও বলেন, “সুন্দর পোশাক দেখলে দর্শক প্রশংসা করে। মানানসই না হলে বা পছন্দ না হলেও সরাসরি কথা বলে। দর্শকদের রুচি ও মেজাজ বুঝে আমি আধুনিক পোশাক পরতে চাই।
”
কোনো কোনো সময় হলিউড ও বলিউডের অভিনেত্রীদের পোশাক অনুসরণ করলেও তাদের অনুকরণে স্বল্প পোশাক বা খোলামেলা পোশাক পরতে রাজি নন তিনি।
তিনি আরও জানান, শুটিংয়ে বা অনুষ্ঠানে যাওয়ার সময় কেমন পোশাক পরবেন সে বিষয়ে নিজেই সিদ্ধান্ত নেন তিনি। তবে সিনেমায় চরিত্র অনুযায়ী পোশাক বেছে নেন। চলচ্চিত্র ব্যক্তিত্ব ও স্বামী অনন্ত জলিলের পরামর্শ নেন কখনও কখনও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।