কবিতা এখন অস্ত্রের অধিকার
গত ২৩মে ছিল প্রানের চারুলার দুই দশক পূর্তি উৎসব।যেতে পারিনি,উৎসব প্রকাশনী হাতে
পাবার পর থেকে মন চলে যাচ্ছে সেই কবে,স্কুলে যাবার আগেই বাবার হাত ধরে আসাদ ম্যানসনের দোতালার সেই রুম।দিপু কাকার হাত ধরে গোল গোল দিয়ে মানুষ আকা, মানুষকে ভালোবাসতে শেখা।রং তুলির দুষ্টুমিতে স্বপ্ন দেখা।উৎসবে রং ছড়িয়েছে অনেক নতুন পুরাতন স্বপ্নবাজরা।আমাদের কাছ থেকে একরকমহারিয়ে যাওয়া সব্বির ভাইও এসেছিলেন এবং আকলেন আগরেই মত।উংসবে গান হলো,নাটক হলো, হলো ছবি প্রদর্শনীও বড়দের (যারা প্রথিষ্ঠিত) ছোটোদের (যারা নতুন স্বপ্নবাজ)।আর এভাবে স্বপ্ন দেখার সাথি হয়ে চারুকলা এগিয়ে যাক যুগ যুগ ধরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।