আমাদের কথা খুঁজে নিন

   

কারওয়ান বাজার টু চারুকলা টু সংসদ ভবন-ছবি ব্লগ- ১৪১৮ থেকে ১৪১৯

ফ্রি.....ড.....ম!!!!! দ্রব্যমূল্যের উর্দ্ধগতিকে রুখতে না পেরে সাশ্রয়ী মূল্যে বাজার করতে গেলাম কারওয়ান বাজার। যারা পুরো মাসের বাজার একসাথে করেন তারা সাশ্রয়ী মুল্যে কারওয়ান বাজার থেকে বাজার করতে পারেন। ঠকবেন না গ্যারান্টি। দিনটা শুরু করিছিলাম কারওয়ান বাজার দিয়ে- ১.কাঁচা আম ২.জীবনের তাগিদে অবহেলিত ওরা ৩.বাধা কপি ৪.মিষ্টি কুমড়া ৫. এগুলো আমি যথেষ্টই ভয় পাই ৬. বাজার করে কাহিল, এবার একটু জুস খেয়ে তারপর চারুকলা যাই আহ্, চারুকলায় যেয়ে তো দেখি উৎসব উৎসব রব ৭. হরেক রকমের মুখোশ...মাল্টি কারে কয়! ৮. এটি জয়নুল শিশু নিকেতন, চারুকলার ভিতরেই শিশুদের ছবি আকা শিখানো হয় ৯.বাংলার ঐতিহ্য, নৌকা বাইচ ১০.আমি কি হেরিলাম ! ১১.জীবনটাই খেলাঘর... ১২.হেলেদুলে চলে হাতি, সামনে লম্বা সুর... ১৩.নাগরদোলা, আজকে চড়লে ২০ টাকা নতুন বছরের প্রথম দিনে ৫০ টাকা! বিকালে গেলাম বন্ধুদের সংগে আড্ডা দিতে। রাতে চলে এলাম সংসদ ভবন চত্বরে...চলছে চারুকলার শিক্ষার্থীদের আলপনা আকাঁর উৎসব...দেখতে চাইলে চলে আসুন। চলবে সারারাত ধরে- এলে কিন্তু আমায় ডাক দিয়েন ১৪. আমাকে পেতে তথ্য কেন্দ্রে যোগাযোগ করুন সবাইকে শুভেচ্ছা।। শুভ নববর্ষ ১৪১৯

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.