আমাদের কথা খুঁজে নিন

   

কৌতুক : ব্যাবসা কিভাবে হয়

নিউক্লিয়ার সন্ত্রাস মুক্ত বিশ্ব চাই

একদিন ব্যাবসায়ী পিতা তার পুত্রকে বলছে: পিতা: তোমার বিয়ের জন্য পাত্রী দেখেছি। আশা করি তুমি অমত করবে না। পুত্র: আমার পাত্রি আমি নিজে ঠিক করলেই কি ভাল হয় না? পিতা: আমি যাকে ঠিক করেছি সে বিল গেটস এর মেয়ে। পুত্র: তাই না কি? তাহলে আপত্তি নাই। পরদিন পিতা গেলেন বিল গেটস এর কাছে: পিতা: আপনার মেয়ের জন্য আমার কাছে ভাল ছেলে আছে।

গেটস: না, আমি এখনও আমার মেয়ের বিয়ের ব্যাপারে চিন্তা করছি না। পিতা: ছেলে বিশ্ব ব্যাঙ্কের ভাই-প্রসিডেন্ট। গেটস: তাই না কি? তা হলে আপত্তি নাই। পরদিন পিতা গেলেন বিশ্ব ব্যাঙ্কের প্রসিডেন্টের কাছে: পিতা: আমার কছে একজন ভাল এক্সিকিউটিভ আছে যাকে আপনি ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দ্বায়িত্ব দিতে পারেন। প্রেসিডেন্ট: আমি এখন ভাইস প্রসিডেন্ট নিয়োগের চিন্তা করছি না।

পিতা: সে বিল গেটস এর জামাতা। প্রেসিডেন্ট: তাই না কি? তাহলে আমার আপত্তি নাই। মন্তব্য : ব্যাবসা এভাবেই হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।