মেয়েদের মুখের অন্যতম আকর্ষণীয় একটি অংশ হলো ঠোঁট। সুন্দর ঠোঁট এবং দাঁতের অধিকারী মুক্তা ঝরানো হাসিতে হৃদয় গলে না এমন কঠিন হৃদয়ের মানুষ এ পৃথিবীতে বিরল। প্রকৃতিগতভাবেই সুন্দর গোলাপি ঠোঁটের অধিকারীরা ভাগ্যবতী। কিন্তু অ্যাভারেজ বা ততোটা সুন্দর নয় এমন ঠোঁটের অধিকারীদের তো আকাক্সক্ষা থাকে নিজেকে আকর্ষণীয় করে উপস্থাপনের। প্রাচীনকালে মেয়েরা এ আকাক্সক্ষার প্রকাশ ঘটাতো পান খেয়ে ঠোঁট লাল করে বা আলতা মেখে।
আর এ কারণেই আধুনিক মেয়েদের অত্যাবশ্যকীয় প্রসাধন সামগ্রী হচ্ছে লিপস্টিক। বর্তমান যুগের মেয়েদের চাহিদার কথা মাথায় রেখে বিশ্বের নামকরা কসমেটিক্স কোম্পানিগুলো ম্যাট, গ্লসি, স্টিক, লিকুইড ইত্যাদি বিভিন্ন ধরনের এবং নানা রঙের লিপস্টিক তৈরি করে থাকে। আমাদের আজকের আয়োজনে বিশ্বখ্যাত কয়েকটি ব্র্যান্ডের লিপস্টিকের চলতি বাজার দাম দেয়া হলো :
জর্ডানা (ইউএসএ) নরমাল ১১০ টাকা এবং পেন্সিল ২২০ টাকা, পারসোনি নরমাল ১০০ টাকা এবং পেন্সিল ২২০ টাকা। মিওর নরমাল ১১০ টাকা এবং পেন্সিল ২১০ টাকা, ল্যাকমে (ইন্ডিয়া) ১৮০ থেকে ২২০ টাকা। লরিয়েল ৩৮০ থেকে ৪০০ টাকা।
রেবলনের স্টিক লিপস্টিকের দাম পড়বে ৪৫০ টাকা। উল্লিখিত ব্র্যান্ডের লিপস্টিকগুলো ম্যাট এবং গ্লসি দুই ধরনেরই পাওয়া যায়। এগুলো ছাড়াও বাজারে লিকুইড লিপস্টিকও পাওয়া যায় যেগুলোর দাম পড়বে ৪৫০ টাকার উপরে। বিদেশি ব্র্যান্ড ছাড়াও সাধারণ কিছু লিপস্টিকও বাজারে পাওয়া যায় যেগুলোর দাম ৬০-৮০ টাকার মধ্যে। তবে ঠোঁট যেহেতু মানুষের সেনসেটিভ এবং সৌন্দর্যের অপরিহার্য অংশ তাই ভালো ব্র্যান্ডের লিপস্টিক ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।
আর আজ যে ব্র্যান্ডগুলোর দাম দেয়া হলো তা বিভিন্ন মার্কেটে এবং বিপণি বিতানের কসমেটিক্সের দোকানে পাওয়া যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।