আমাদের কথা খুঁজে নিন

   

গুগলের রংবদলঃ প্রথমে আইকন



গুগলের চেহারা বদলানো নিয়ে গত কদিন ধরে বেশ জল্পনাকল্পনা চলছে। আজকাল আমরা এতোটাই গুগলের সাথে সম্পৃক্ত হয়ে গেছি যে গুগল একটু কাশি দিলেও সারা পৃথিবীর জ্বর উঠে যাবার অবস্থা। আজকালকার আধুনিক ব্রাউজারগুলোতে ওয়েবসাইটের আইকন চিহ্নিত করা মোটামুটি স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেয়া হয়। আমি নিজে বহুদিন ধরে খুঁজেছিলাম এটি কিভাবে করা হয়। পরে দেখলাম আপনার ওয়েবসার্ভারের রুট ফোল্ডারে favicon.ico নামে যদি কোন আইকন ফাইল রাখেন তবে আজকালকার ব্রাউজারগুলো সেটিকেই সাইটের আইকন হিসেবে চিনে নিবে।

যদিও এটি শুরু হয়েছিল যতদূর মনে পড়ে, ইন্টারনেট এক্সপ্লোরার এর একটি আনঅফিশিয়াল ফিচার হিসেবে, যেখানে কোনো ওয়েবসাইটের favicon.ico নামে যদি কোন ফাইল থাকতো root ফোল্ডারে, তবে আপনার ব্রাউজারের ফেভারিটস মেনুতে সেই সাইটের সাথে সেই আইকনটি সম্পৃক্ত করে নিত। কিন্তু এখনকার সব ব্রাউজারেই মূল সাইটের সাথেই আইকনটি সংযুক্ত করে ফেলে (আমার দেখার মধ্যে IE7, Firefox, Opera, Safari)। একদম প্রথম থেকেই গুগলের যেই আইকনটি আমরা দেখে আসছি সেটিই চলছিল গত মাস পর্যন্ত। গুগলের অফিশিয়াল লোগোর থেকে রংগুলো তুলে নিয়ে সাদামাটা আইকনটি তৈরি করা হয়। যাতে মাঝখানে একটি বড় G আর তার চারপাশে চার রঙের একটি বক্সের মত চতুর্ভুজ।

সম্ভবত ৩০শে মে থেকে এই নতুন লোগো ব্যাবহার শুরু হয়। যদিও এই বিষয়ে গুগল কোন অফিশিয়ালি কোন মন্তব্য করেনি কিন্তু তাই বলে জল্পনা কল্পনার শেষ নেই। তবে যেই মতটি জোরালো মনে হয়েছে সেটি হল, এখন মনে হয় গুগল নিজেকে আবার নতুন করে আবিষ্কারের চেষ্টা করছে, তাই বড় হাতের G কে বাদ দিয়ে ছোট হাতের g ব্যাবহার করছে। যেন ভাবখানা এইতো এলাম নতুন করে, যাত্রা সবে শুরু, বহু কিছুই করা বাকি। আপনার ব্রাউজারে যদি এখনো গুগলের ক্ল্যাসিক লোগোটিই দেখায় তবে টেম্পোরারী ফাইল/ক্যাশ খালি করে নিতে পারেন।

আমার মত? কয়দিন পরেই অভ্যস্ত হয়ে যাব, তখন পুরোনোটা দেখলেই অবাক লাগবে। ছবিগুলো অন্যান্য ব্লগারদের সাইট থেকে কপিকৃত গুগলের আইকন । অন্যান্য ব্লগে এই টপিকেঃ Click This Link Click This Link গুগলের মৌলিক সার্চ টেকনলজীর আরো বহুকিছুই বদলিয়েছে বা বদলাচ্ছে। আগামীতে কি আসবে তা নিশ্চিত না বলা গেলেও কিছুটা ধারণা দেয়া সম্ভব। পিঠমালিশের সেই গল্প নিয়ে আরকদিন লিখবনে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।