একটি প্লেইনে দশ জন পুরুষ এবং এক জন মহিলা কোনো সমস্যার কারনে দড়ি দিয়ে জুলে আছে। কিন্তু তাতেও ঘটল আরেক সমস্যা। প্লেইন চালক সকলকে উদ্দেশ্য করে বলল যে আপনাদের মধ্যে কোনো এক জনকে ইচ্ছে করে পরে যেতে হবে তানাহলে কিছুক্ষন পর প্লেইন ব্রাস্ট হয়ে সবাই মারা যাবেন। তখন জুলন্ত যাত্রীরা একে অপরকে ফালানোর জন্য ঠেলতে লাগল। তা দেখে ওই মহিলার মাথায় একটি বুদ্ধি এল।
সে বলল আপনাদের কারোর পরার দরকার নেই আমি নিজেই পরে যাবো। তখন মহিলার এই উদারতা দেখে সবাই যেই হাতের তালি দিতে গেল আর অমনি সবাই পরে গেল আর মহিলাটি একাই জুলে রইল। ।
সৈয়দ রাকিবুল হক রাকিব ।
ইউসুফ বহুমুখী কারিগরী উচ্চ বিদ্যালয় থেকে ।
ব্লগ সদস্য । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।